

রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বসতঘরে আগুন ১ শিশুর মৃত্যু
রাউজানে বসতঘরে আগুন ১ শিশুর মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ মার্চ রবিবার মধ্যরাতে উপজেলার ডাবুয়া ইউনিয়নের গণি হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শিশু মো.ফয়সাল কাদের (১৩)। তিনি ওই এলাকার প্রবাসী রহমত উল্লার ছেলে। সেই রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, রাতেই পাকা ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়েছিল নিহত ফয়সাল। ওই ভবনের সাথে লাগানো রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হলে আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। সবাই ঘর থেকে বাহির হতে পারলেও কিন্তু দ্বিতীয় তলায় আটকা পড়েন স্কুলছাত্র ফয়সাল।
তাকে উদ্ধার করতে নানা কৌশল অবলম্বন করেন তার পরিবার। পরে
পাশের ঘরের দেওয়াল ভেঙে ফয়সালকে উদ্ধার করা হয়। ততক্ষণে অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোয়ায় শ্বাসরোধ হয়ে প্রাণ হারান ফয়সাল। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া নিহত ফয়সালকে উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন চাচা হাবিব উল্লাহ ও দাদি শাহানু বেগম। রাউজান ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শাসুল আলম জানান, রাত দেড়টায় দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা পাকা ভবনে ছড়িয়ে পড়ে সেখানেও ব্যপক ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।