

রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আমীর-গালিব, সেক্রেটারী-তোজাম্মেল
আত্রাইয়ে আমীর-গালিব, সেক্রেটারী-তোজাম্মেল
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে উপজেলা আমীর-আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারী-তোজাম্মেল হক এবং নায়েবে আমীর ওসমান গনি নির্বাচিত হয়েছেন।
রবিবার ৯ মার্চ সকালে উপজেলা জামাতের দলীয় কার্যালয়ে রোকন সম্মেলনের মাধ্যমে ২০২৫-২৬ মেয়াদে এ কমিটি গঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুসারে রোকনদের প্রত্যক্ষ ভোটে উপজেলা আমীর হিসাবে আসাদুল্লাহ আল গালিব নির্বাচিত হন।তিনি আমীর নির্বাচিত হওয়ার পর সেক্রেটারী এবং নায়েবে আমীর মনোনয়ন দেন। আমীরের দেওয়া মনোনয়নকে সম্মান দেখিয়ে উপস্থিত রোকনগন সর্বসম্মতিক্রমে সমর্থন জানান।
সম্মেলনে উপজেলা আমীর খবিরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারী ওসমান গনিব সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব। অন্যদের মধ্যে জেলা নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দিন,কর্ম পরিষদ সদস্য প্রফেসর জাহাঙ্গীর আলম।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা আমীর খবিরুল ইসলামকে নওগাঁ জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য হিসাবে ঘোষণা দেন জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব।