

সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে রাঙামাটিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে রাঙামাটিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রাজু :: ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১০ মার্চ ২০২৫ মাগরিবের নামাজের পর এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রাঙামাটি জেলা সভাপতি মুহাম্মাদ হোসাইন মল্লিক। তিনি বলেন, “দেশজুড়ে লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রশাসনের ব্যর্থতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার একই অপরাধ করছে। ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রেখে প্রজ্ঞাপন জারি করা এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে ধর্ষণ ও অনৈতিকতা নির্মূল করা সম্ভব। যারা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য ইমাম হোসাইন কুতুবী, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি দিদারুল আলম, ইসলামী যুব আন্দোলন জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনাস রেজা, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, অর্থ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “এই নৃশংস অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দেশের প্রতিটি নাগরিককে নিরাপত্তা দিতে সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে দ্রুত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়।