

মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে অগ্নিকান্ডে দোকান ও বসতঘর পুড়ে ছাই
হাটহাজারীতে অগ্নিকান্ডে দোকান ও বসতঘর পুড়ে ছাই
হাটহাজারী প্রতিনিধি :: হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বসতঘর, ফার্নিচার গোডাউন ও একটি মুরগির ফার্ম পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার ১১ মার্চ বিকালের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস, অগ্নিদূর্গতদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার উল্লেখিত এলাকার সড়ক ও জনপথ বিভাগের সাব অফিস সংলগ্ন স্থানে জনৈক আব্বাস উদ্দিনের একটি আসবাবপত্রের কারখানায় বিকালে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।
উপস্থিত লোকজন তাৎক্ষণিক ভাবে আগুন নিয়ন্ত্রনে চেস্টা করে, পরে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় দুটি ইউনিট চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্ত মালিকের নাম সেলিনা আক্তার। এ ঘটনায় উক্ত মালিকের বিভিন্ন পরিমাপের ০২ কক্ষ বিশিষ্ট বসতঘর, ০৩ কক্ষ বিশিষ্ট ফার্নিচার গোডাউন, ০১টি মুরগির ফার্মে আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিক ভাবে ১০ লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করছেন স্থানীয়রা। আগুন লাগার কারন জানা যায়নি।
এবিষয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদক কে জানান, অগ্নিকান্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন আছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।