

বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই সড়কে টোকেন বাণিজ্য বন্ধ ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ
কাপ্তাই সড়কে টোকেন বাণিজ্য বন্ধ ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ
আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের কাপ্তাই সড়কে টোকেন বাণিজ্য বন্ধ, চাঁদাবাজির বিরুদ্ধে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চালক, যাত্রী ও ছাত্র-জনতা।
বুধবার ১২ মার্চ বেলা ১১ টায় কাপ্তাই রাস্তার মাথাস্থ সিডিএ স্কুলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চালকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ হাবিব, মোহাম্মদ নয়ন।
তারা জানান, আজ থেকে যাত্রীদের সেবায় চালকরা নিয়োজিত থাকবেন এবং নির্ধারিত ভাড়া নেওয়া হবে। কেউ কোনো প্রকার বাড়তি ভাড়া নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সদস্য ও রাউজান উপজেলা প্রতিনিধি বেলাল বিন জসীম (তাসকিন)। তিনি বলেন, টোকেন বাণিজ্য, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্ররা সর্বদা রাজপথে থাকবে।
অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে তিনি সব সময় ঐক্যমত পোষণ করেন। তিনি চালকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যাত্রীদের সেবায় আপনারা এগিয়ে আসুন, আপনাদের সেবায় যাত্রীরা এগিয়ে যাবে।
তিনি নির্ধারিত ভাড়া নেওয়ার আহ্বান জানান। উক্ত বিক্ষোভ সমাবেশে কাপ্তাই রাস্তায় শৃঙ্খলা, যানজট নিরসন, চাঁদাবাজ প্রতিরোধ ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে চালক ও সর্বস্তরের ছাত্র-জনতা ঐক্য ঘোষণা করেন। চালক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান-এর পক্ষ থেকে ঐক্যবদ্ধ যাত্রী কল্যাণ স্বেচ্ছাসেবক একটি দল গঠন করা হয়েছে। এই দলটি সর্বক্ষণ যানজট নিরসনে রাস্তার মাথায় কাজ করবে।
রাউজানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ওপর হামলায় আটক-১
রাউজান :: চট্টগ্রামের রাউজানে প্রকল্পের কাজের তদবিরে গিয়ে সরকারি কর্মচারীর ওপর হামলা করেন শহীদ ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুরে দিকে নিজ অফিসে এই হামলার শিকার হন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আয়েশা সিদ্দীকা। এ ঘটনায় বাদী হয়ে পিআইও রাউজান থানায় মামলা রুজু করলে। মঙ্গলবার রাতেই পুলিশ শহীদ ইসলামকে প্রেপ্তার করেন। এর আগে মঙ্গলবার দুপুরে
বেলা ২টার দিকে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে এ হামলা হয়। হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাব হামলা চালানো হয় বলে তিনি জানান। আটক সে রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শরীফ বাড়ির প্রয়াত মাদুল ড্রাইভারের ছেলে। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকা উপর হামলার ঘটনায় জড়িত শহীদকে প্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।