

বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবীতে ফটিকছড়িতে ছাত্রসেনার মানববন্ধন
ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবীতে ফটিকছড়িতে ছাত্রসেনার মানববন্ধন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। বৃহস্পতিবার ১৩ মার্চ ফটিকছড়ি উপজেলা শাখার আয়োজনে নাজিরহাট ঝংকার মোড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবী জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি নজিবুল হক আজাদ। ছাত্রনেতা মিজানুর রহমান মুন্না ও ইয়াকুব আলী বাদশাহ্’র যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রসেনা ফটিকছড়ি (উত্তর) উপজেলার সভাপতি মুহাম্মদ ইরফান উদ্দীন, ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উপজেলা (উত্তর)’র সভাপতি হাবিবুল ইসলাম ভূঁইয়া, মাওলানা ইউসুফ মুহাম্মদ সালাউদ্দীন শাহ্, আবুল কালাম, যুবসেনা ফটিকছড়ি উপজেলা (দক্ষিণ)’র সভাপতি মুহাম্মদ তারেক আলম, ছাত্রনেতা মিনহাজুল আবেদীন, আবদুর রহমান বাবর, এরশাদ চৌধুরী, গোলাম মোস্তফা তাহেরী, মুহাম্মদ হেলাল উদ্দীন, এমরান উদ্দীন মানিক, ইঞ্জিনিয়ার ইকবাল শাকিল, ফরহাদুল ইসলাম প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন- “আছিয়ার পাষন্ড ধর্ষক ও সহায়তাকারীদের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, শিশু আছিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থার উপর আবার সকলের আস্থা ফিরে আনতে হবে।” বক্তারা সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ধর্ষণ-বলাৎকারের বিরুদ্ধে সরকারকে কঠোরতর হওয়ার দাবী জানান।” মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ঝংকার মোড় থেকে শুরু হয়ে নাজিরহাট বাজার প্রদক্ষিণ করে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।