

সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ইসরাঈল বিরোধী বিক্ষোভ
কাউখালীতে ইসরাঈল বিরোধী বিক্ষোভ
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালীতে সর্বস্তেরর ওলামায়ে কেরাম ও সর্বস্তরের জনসাধারণের যৌথ আয়োজনে ইসরায়েল কতৃক ফিলিস্তিনের গন মানুষের উপর বর্বর নির্যাতন হত্যাকাণ্ডের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সোমবার ২৪ মার্চ সকাল ১১ টায় উপজেলা গোল চত্বরে অনুষ্ঠিত হয়।
আয়োজিত বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বেতছড়ি ছিদ্দিক ই- আকবর (র:) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মো. গোলাম ফারুক, মাওলানা মো. ছানা উল্লাহ, মাওলানা মো. আনোয়ার, মাওলানা মো. আবুল হোসেন, মাওলানা মো. নুরুল হক আনসারি,মাওলানা মো. সাইফুল ইসলাম আল কাদেরী, ইসলামি আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সেক্রেটারি মো. চান মিয়াসহ বিভিন্ন এলাকা হতে আগত ওলামায়ে কেরামগন এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনের গন মানুষের উপর সম্পুর্ণ অন্যায়ভাবে বর্বরোচিত নির্যাতন চালিয়ে গনহত্যা চালিয়ে যাচ্ছে।
এ জন্য ইসরায়েলের পন্য বর্জন করতে হবে। ইসরায়েল কে এই যুদ্ধ বন্ধ করতে হবে। আমেরিকা ইসরায়েল কে সর্বাত্মক সহযোগিতা বন্ধ করতে হবে বলে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ থেকে জোরালো ভাবে প্রতিবাদ জানান।
পরে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।