

বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে রক্তেভেজা গণঅভ্যুত্থান : পাহাড়ের বৈষম্য বইয়ের মোড়ক উম্মোচন
রাঙামাটিতে রক্তেভেজা গণঅভ্যুত্থান : পাহাড়ের বৈষম্য বইয়ের মোড়ক উম্মোচন
স্টাফ রিপোর্টার :: আজ ২৭ মার্চ-২০২৫ ইংরেজি বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রক্তেভেজা গণঅভ্যুত্থান : পাহাড়ের বৈষম্য বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রক্তেভেজা গণঅভ্যুত্থান : পাহাড়ের বৈষম্য বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের প্রভাষক অনির্বান বড়ুয়া, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলি বাবর, খেলাফত মজলিশ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মওলানা আবু বকর ছিদ্দিক ও সাধারন সম্পাদক মুফতি সামশুল আলম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক মওলানা মো. ওমর ফারুক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা, সিএইচটি নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক এসএম সামশুল আলম, বাংলাদেশ পরিবার পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি জেলা শাখার সভাপতি শাহিদা আকতার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল শুক্কুর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, সুশীল সমাজ এর মো. কামাল উদ্দিন, মো. পেয়ার আহম্মদ, জগদিশ তঞ্চঙ্গ্যা, সুজিত বড়ুয়া, শ্যামল চৌধুরী, সম্ভু বড়ুয়া, বাংলা ভিশন টিভি’র সাংবাদিক নন্দন দেব নাথ, চ্যানেল আই টিভির সাংবাদিক মনছুর আহমেদ, সাংবাদিক মো. সেলিম আহম্মেদ, সাংবাদিক রোকসানা আক্তার পিংকি, সাংবাদিক নজরুল ইসলাম, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক বিপ্লব বড়ুয়া বাপ্পি, রেড জুলাই রাঙামাটি জেলা সংগঠক ছায়েদা ইসলাম, মো. রিয়াদ, আক্তারুজ্জামান অপু, মো. জামি, তানিম ইবনে আলমসহ জেলার বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ এর প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
রক্তেভেজা গণঅভ্যুত্থান : পাহাড়ের বৈষম্য বইয়ের সম্পাদক নির্মল বড়ুয়া মিলন উপস্থিত সকল অতিথিদের বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকায় সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। এছাড়া তিনি রাঙামাটি জেলা প্রশাসন এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এখন থেকে বাতিঘর ঢাকা, লেভেল ৭, বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলা মোটর, ঢাকা, মোবাইল : ০১৯৭৩৩০৪৩৪৪, রাঙামাটি প্রকাশনী, গুর্খা কটেজ, জেল রোড, রাঙামাটি পার্বত্য জেলা, মোবাইল : ০১৮২০৩৩২১২০, শুভেচ্ছা বই বিতান, রিজার্ভ বাজার, রাঙামাটি পার্বত্য জেলা, মোবাইল : ০১৮১২৬৫৯৭৭৬, নিউ দাস ব্রার্দাস লাইব্রেরী, তবলছড়ি বাজার, রাঙামাটি পার্বত্য জেলা, মোবাইল : ০১৮২০৩৪৭৮৭৯, জনপ্রিয় পুস্তকালয়, বনরূপা, রাঙামাটি পার্বত্য জেলা, মোবাইল : ০১৮২৪৮৩৮১৪৮, গাজী প্রকাশনী, ১০৭, শৈল বিপনী বিতান, নিউ মার্কেট, রাঙামাটি পার্বত্য জেলা, মোবাইল : ০১৯২৫২৬৬১৯৪, বই বিপনী, কলেজ গেইট, রাঙামাটি পার্বত্য জেলা, মোবাইল : ০১৮১৬৪৮৬৮১৯, পাঠশালা লাইব্রেরী, কলেজ গেইট, রাঙামাটি পার্বত্য জেলা, মোবাইল : ০১৮২৭৭৭০২০৮ স্থানে রক্তেভেজা গণঅভ্যুত্থান : পাহাড়ের বৈষম্য বইটি পাওয়া যাবে।