

বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ
রাঙামাটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ
রাজু :: রাঙামাটির সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখা। সংগঠনটি তাদের শিক্ষা প্রকল্প স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১-এর অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে।
শান্তিনগর এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার সভাপতি আহমেদ ইসতিয়াক আজাদ, এবং সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি মো. আলাউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বৃহত্তর বনরুপা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জসিম উদ্দীন এবং ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম রবি।
অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বপ্নযাত্রী ফাউন্ডেশন যে ভূমিকা রাখছে, তা প্রশংসার দাবিদার। সমাজের উন্নয়নে এমন উদ্যোগ আরও সম্প্রসারিত হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে এবং চেম্বার অব কমার্স থেকে সবসময় এই প্রতিষ্ঠানের পাশে থাকার চেষ্টা করবো।”
মো. জসিম উদ্দীন বলেন, “স্বপ্নযাত্রী ফাউন্ডেশন পার্বত্য অঞ্চলে অসাধারণ কাজ করছে। তবে তাদের এই উদ্যোগকে টেকসই করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।”
রবিউল আলম রবি বলেন, “এই প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলাকার মানুষ ও অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে, যাতে প্রতিষ্ঠানটি দীর্ঘস্থায়ীভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারে।”
সংগঠনের সভাপতি আহমেদ ইসতিয়াক আজাদ বলেন, “স্বপ্নযাত্রী বিদ্যাপীঠসহ সংগঠনের অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ স্বেচ্ছাসেবীদের আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাওয়া যায়নি, যা দুঃখজনক। আমরা চাই, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে আসুক এবং প্রশাসন আমাদের জন্য একটি স্থায়ী জায়গার ব্যবস্থা করুক, যাতে আমাদের কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালিত হতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী রাঙামাটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আরজু, দপ্তর সম্পাদক মইনুদ্দিন মইন, অর্থ সম্পাদক প্রমিতা চৌধুরী, সহ-প্রচার সম্পাদক শোয়েব খান ফাহিম, স্বেচ্ছাসেবী আব্দুর রাজ্জাক, তানিশা চৌধুরী, বর্ষা এবং অন্যান্য সদস্যরা।
স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।