

বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে আগুনে পুড়ল বিধবার ঘর
ফটিকছড়িতে আগুনে পুড়ল বিধবার ঘর
ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে পুড়ল এক বিধবারসহ দুই অসহায় পরিবারের বসত ঘর।
মঙ্গলবার দিনগত রাতে উপজেলার হারুয়ালছড়ি ইউপির পূর্ব ফটিকছড়ি গ্রামের হাজী নজির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ আবুল কাসেমের বসতঘরে আগুন দেখতে পান তারা।এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস আসলেও আগুনে মোহাম্মদ ইসমাঈল ও বিধবা শাহেরা খাতুনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে দুই পরিবারের প্রায় ৬ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আবুল জানান,কিস্তির দেয়ার জন্য রাখা ৭০হাজার টাকা ছিল তাও আগুনে পুড়ে নিঃস্ব করে দিয়েছে।আগুনে শেষ সম্বলটুকুও নিয়ে গেছে ।
স্থানীয় বিএনপির নেতা জানে আলম বলেন, আগুনে নিঃস্ব দুই পরিবারের সদস্যরা কেবল পরনের কাপড়ে খোলা আকাশের নিচে বসবাস করছে, তাদের সহযোগীতা করা সবার দায়িত্ব।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন বলেন,
খবর পেয়ে আমাদের টিম দ্রুত পৌঁছলেও দুই পরিবারে বসতঘর পুড়ে যায়।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারানা করা হচ্ছে।
ফটিকছড়িতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার
ফটিকছড়ি :: চট্টগ্রামের ফটিকছড়িতে ইয়াবাসহ মোহাম্মদ নিজাম উদ্দিন (৪৫) ও আজগর আলী (৪৫) নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা।
মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ পরিদর্শক মনজুরুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে বিবিরহাট মা নুর বেগম কমপ্লেক্সের সামনে থেকে তাদেরকে ১১১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে আটকৃতদের ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়।
আটকৃতরা হলেন, নাজিরহাট পৌরসভার দৌলতপুর এলাকার মৃত ফজল আজিমের ছেলে নিজাম উদ্দিন ও ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গোয়াছ ফকির বাড়ির শামসুল আলমের ছেলে মোহাম্মদ আজগর আলী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ পরিদর্শক মনজুরুল হক বলেন, বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট রাখার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফটিকছড়ি থানায় দুজনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, আজগর আলী গং দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা, বালু উত্তোলনসহ অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় কয়েকটি মামলা রয়েছে জানা গেছে।