

মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান
স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান
খাগড়াছড়ি :: শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা (৪০)। গত রবিবার ২০ এপ্রিল তিনি এ জিডি করেন।
আজ মঙ্গলবার ২২ এপ্রিল খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, তাদের বিয়ের ১৫ বছর চলছে, বর্তমানে তাদের সংসারে এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই জিরুনা ত্রিপুরার স্বামী রেভিলিয়াম রোয়াজা (৩৫) তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে আসছেন। বিশেষ করে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে অফিসিয়াল কার্যক্রমের বিষয় নিয়ে সাংসারিক জীবন অতিষ্ঠ করে তুলেছেন। তার স্বামী বিভিন্ন ইস্যু নিয়ে গালমন্দ করেন, এমনকি হত্যার হুমকি দেন।
জিরুনা ত্রিপুরাকে হত্যা করতে না পারলে তার স্বামী নিজেই আত্মহত্যা করে জিরুনা ত্রিপুরাকে ফাঁসানোর হুমকি দিয়েছেন বলে জিডিতে উল্লেখ রয়েছে।
জিডির বিষয়ে জানতে জিরুনা ত্রিপুরার স্বামী রেভিলিয়ার রোয়াজার মুঠোফোনে কল করলে তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, জিরুনা ত্রিপুরা জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার শুরু থেকেই নানা ধরনের সমালোচনার সৃষ্টি করেছেন। স্বজনপ্রীতি, অনিয়মসহ জেলাজুড়ে আলোচনায় রয়েছেন তিনি। এ ছাড়া আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগে সরকার পতনের পর বেসরকারি একটি স্কুল থেকে তিনি বরখাস্ত হন। অনিয়ম ও অব্যবস্থাপনাসহ নানা কারণে জেলার সাংবাদিকরা তাকে বর্জনের ডাক দেয়।