

বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটির কাউখালীতে মারমা নারী ধর্ষণের ঘটনায় মূল আসামী ফাহিম চট্টগ্রামে গ্রেপ্তার
রাঙামাটির কাউখালীতে মারমা নারী ধর্ষণের ঘটনায় মূল আসামী ফাহিম চট্টগ্রামে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: মারমা নারী ধর্ষণের ঘটনায় রুজুকৃত কাউখালী থানায় মামলা নম্বর - ০৩, তারিখ - ১৭/৪/২০২৫ ইংরেজি তারিখ এজাহার নামীয় মূল আসামী ফাহিম (২৫), পিতা- আনোয়ার হোসেন মেম্বার, সাং- পোয়াপাড়া, থানা- কাউখালী, জেলা- রাঙামাটি’কে আজ ২৩ এপ্রিল-২০২৫ তারিখ বুধবার বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন কদম রসূল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কাউখালী থানার মামলা সুত্রে জানা যায় জনৈক এক মারমা তরুণী পোয়াপাড়া আনোয়ার হোসেন মেম্বারের ভাড়া বাসায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। এর মধ্যে আনোয়ার হোসেন মেম্বারের ছেলে ফাহিম হোসেনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
গত ১৫ এপ্রিল-২০২৫ গভীর রাতে ফাহিমের বন্ধু রিপন চাকমার সহযোগিতায় মারমা তরুণীকে শ্লীলতাহানি ঘটায়। বিষয়টি সকালে জানাজানি হয়ে গেলে ফাহিম ও তার বন্ধু রিপন চাকমা পালিয়ে যায়।
পরে মারমা তরুণী কাল ১৭ এপ্রিল-২০২৫ তারিখে কাউখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ে করেন।
ফাহিমের বন্ধু রিপন চাকমা এখনো পালাতক রয়েছে।
মারমা নারী ধর্ষণের ঘটনায় রুজুকৃত কাউখালী থানায় মামলায় মূল আসামী ফাহিম চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন কদম রসূল এলাকা থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এসএম ফারহাদ হোসেন।