রবিবার ● ১ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার বৃত্তি প্রদান
বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার বৃত্তি প্রদান
বিশ্বনাথ (সিলেট ) প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এসু্যরেন্স সেল (আই.কিউ.এস) -এর পরিচারক ড. আবদুল আউয়াল বিশ্বাস বলেছেন, শিক্ষা-দীক্ষায় দেশ অনেক দূর এগিয়ে গেছে ৷ আজকের শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিনিমার্ণ করবে সুন্দর আগামী, তারা স্ব স্ব অবস্থানে সাফল্যের স্বাক্ষর রেখে বিশ্বজড়া খ্যাতি অর্জন করবে, বয়ে আনবে দেশের সুনাম৷তিনি গতকাল শনিবার বিকাল ২টায় বিশ্বনাথে আলিয়া মাদরাসা হলে বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা আয়োজিত ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২১তম বৃত্তি প্রদান অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন৷তিনি আরো বলেন, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা দীর্ঘ চবি্বশ বছর ধরে শিক্ষা সেবায় যে অবদান রেখে আসছে তা সবোচ্চ প্রশংসার দাবিদার ৷ আমাদের সকলের উচিত্ এরকম সেবা মূলক প্রতিষ্ঠানে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া৷অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কামাল বাজার আলিম মাদ্রাসা অধ্যৰ মাও. এ.কে.এ মনোয়র আলী, বিশেষ অতিথির আলোচনা রাখেন মদন মোহন কলেজ বিশ্ববিদ্যায়ের অর্থনীতি বিভাগের প্রভাষক মুরাদ আলম চৌধুরী ৷ সংগঠনের সভাপতি শফিক আহমদ পিয়ার’র সভপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আনহার শাহান’র সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্ভোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুহাঃ লুত্ফুর রহমান৷আবিদুর রহমান কাওছারের কোরআন তিলাওয়াত ও মাসুক আহমদ নাঈমের সংগীত পরিবেশনার মাধ্যমে সূচিত হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনে সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান ৷ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ সদর ইউনয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী ছয়ফুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আহমদ আলী হেলালী, মাওলানা লুত্ফুর রহমান গুয়াহরী, উপজেলা আল-ইসলাহর সভাপতি উপাধৰ্য আখতার আলী, সাবেক সভাপতি ও যুক্তরাজ্য আল ইসলাহ নেতা মাওলানা সিরাজুল ইসলাম সা’দ, বিশিষ্ট সমাজসেবী ও শিৰানুরাগী প্রদিপ রঞ্জন দাস, লতিফিয়া ক্বারী সোসাইটি বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ক্বারী মোঃ আবুল হোসেন, সাবেক সভাপতি মাওলানা আব্দুল হামিদ, আলতাফ হোসেন, ফরিদ উদ্দিন, আলতাফুর রহমান, জামাল উদ্দিন, শেখ হাবিব উলস্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা শেখ সাহিদুর রহমান ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) আহবায়ক সাইফুল ইসলাম বেগ৷