

সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে পেশাদারিত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাবিপ্রবি’তে পেশাদারিত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল” (আইকিউএসি) এর আয়োজনে পেশায় নৈতিকতার চর্চা/ পেশাদারিত্ব বিষয়ে একটি সেমিনার আজ ২৮ এপ্রিল ২০২৫ সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্ণার কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং এর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
সেমিনারে রাবিপ্রবি’র সকল বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর কোর্স পরিচালক সূচনা আখতার এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব (আইকিউএসি) মাহবুব আরা সেমিনারে উপস্থিত ছিলেন।