

সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ন্যাশনাল ডিফেন্স কলেজ এর ফেলোগণদের সাথে রাঙামাটিতে মতবিনিময় সভা
ন্যাশনাল ডিফেন্স কলেজ এর ফেলোগণদের সাথে রাঙামাটিতে মতবিনিময় সভা
রাঙামাটি :: আজ ২৮ এপ্রিল, ২০২৫ সোমবার বেলা সাড়ে ১২ টায় রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে ইন্টারনাল স্টাডি ট্যুর (আইএসডি) ক্যাপস্টোন কোর্স-২০২৫/১ ফেলোগণদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (যুগ্মসচিব) (চেয়ারম্যান এর রুটিন দায়িত্বে) রিপন চাকমা। সভা শুরুতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা ইন্টারনাল স্টাডি ট্যুর (আইএসডি) ক্যাপস্টোন কোর্স-২০২৫/১ ফেলোগণদের শুভেচ্ছা ও স্বাগত জানান। বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন এর উপস্থাপনায় উপস্থিত ফেলোগণদের সাথে পরিচিতি পর্ব শেষে বোর্ডের সদস্য-প্রশাসন (উপসচিব) সুজন চৌধুরী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহিত বিভিন্ন উন্নয়নমূলক উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ কার্যক্রমের তথ্য বিবরণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে তুলে ধরেন।
প্র্রেজেন্টেশন উপস্থাপনের পর মতামত ও পরামর্শ গ্রহণ পর্বে সফররত ফেলোগণ স¦তঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন এবং উন্নয়নমূলক কর্মকান্ডের সম্পর্কিত প্রশ্ন রাখেন। এসময় বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা ও সদস্য-অর্থ মো. জসীম উদ্দিন ফেলোগণদের উত্থাপিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে প্রশ্নের জবাব দেন।
ক্যাপস্টোন কোর্স-২০২৫/১ ফেলো এবং ফ্যাকাল্টি এন্ড স্টাফ এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কিত তথ্য বিবরণ উপস্থাপনসহ বর্ণাঢ্য আয়োজনের জন্য বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় ক্যাপস্টেন কোর্সের পক্ষ থেকে ও বোর্ডের পক্ষ থেকে উভয় পক্ষকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইন্টারনাল স্টাডি ট্যুর (আইএসডি) ক্যাপস্টোন কোর্স-২০২৫/১ ফেলোগণ ছাড়াও রাঙামাটি রিজিয়ন কমান্ডার ও জোন কমান্ডারসহ সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা এবং বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।