শুক্রবার ● ৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » সুপারী চুরী করতে গিয়ে অন্ডকোষ কর্তন
সুপারী চুরী করতে গিয়ে অন্ডকোষ কর্তন
উখিয়া প্রতিনিধি :: রাতের আধাঁরে নিজের সুপারি বাগানে চুরি করতে গিয়ে গাছের বসানো ব্লেডে জুহুর আহমদ (৩৭) নামে এক ব্যক্তির অন্ডকোষ কর্তন হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। উখিয়া উপজেলার উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের রূপপতি এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে।
রূপপতি এলাকার ইউপি সদস্য জাহেদ মেম্বার জানান, প্রতি সুপারি মৌসুমে উপকূলে চুরি বৃদ্ধি পেয়ে থাকে। চোরের হাত থেকে সুপারি রক্ষা করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে বাগান মালিকেরা। যার প্রেক্ষিতে মৃত ঠান্ডা মিয়ার স্ত্রী আয়েশা বেগম সুপারি গাছে খোদাই করে ব্লেড বসায়। কিন্তু তার ছেলে উক্ত জুহুর আহমদ বিষয়টি না জানার কারনে নিজের সুপারি বাগান থেকে সুপারি চুরি করতে গাছে উঠার চেষ্টা করলে তার অন্ডকোষ কর্তন হয়ে যায়। পরে অতিরিক্ত রক্তপাত হতে থাকলে বিষয়টি সে তার মাকে বলে। পরবর্তীতে তার মা আয়েশা বেগম তাকে দ্রুত উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক রবিউল হাসান প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার হাসপাতালে প্রেরণ করে। আপলোড : ৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.২০ মিঃ