রবিবার ● ১ মে ২০১৬
প্রথম পাতা » ঢাকা বিভাগ » বাড়ি গিয়ে সিম র্নিবন্ধন করবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ
বাড়ি গিয়ে সিম র্নিবন্ধন করবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ
ডেক্স রিপোর্ট:: যাঁরা অসুস্থ কিংবা বায়োমেট্রিক পয়েন্টে যেতে পারেন না, তাঁরা যদি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে (এনআইডি) নির্ধারিত নম্বরে ফোন করেন, তবে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে সিম পুনর্নিবন্ধন করিয়ে আনবেন। এ ক্ষেত্রে এনআইডি কর্তৃপক্ষের নির্ধারিত নম্বর জানিয়ে দেওয়া হবে।
সিম নিবন্ধন কার্যক্রম নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে চলমান সিম নিবন্ধন কার্যক্রম ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে ৩০ এপ্রিল ২০১৬ পর্যন্ত যেসব সিম নিবন্ধিত হয়নি, সতর্কবার্তা হিসেবে সেসব সিম ১ মে থেকে দৈবচয়ন ভিত্তিতে তিন ঘণ্টা বন্ধ রাখা হবে। ৩১ মে রাত ১২টার পর সব অনিবন্ধিত সিম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।
১ জুন থেকে যেসব সিম বন্ধ হয়ে যাবে, সেগুলো নতুন করে কিনতে হবে। কোনো প্রবাসী বাংলাদেশির ব্যবহৃত সিম বন্ধ হয়ে গেলে তা চালু করতে ১৫ মাস সময় পাবেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, গত বছরের ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রমে গতকাল পর্যন্ত ৯ কোটি সিম নিবন্ধিত হয়েছে। আর আঙুলের ছাপ না মেলায় ও ভুল তথ্য দেওয়ার কারণে ১ কোটির বেশি সিমের নিবন্ধন সফল হয়নি। দেশে বর্তমানে ১৩ কোটি ৮ লাখ সিম চালু আছে।
এনআইডির বিকল্প হিসেবে অন্যান্য পরিচয়পত্র দিয়ে প্রায় দেড় লাখ সিম পুনর্নিবন্ধন করা হয়েছে। পরে তাঁদের এনআইডি জমা দিতে হবে।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব শওকত মোস্তফাসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।