সোমবার ● ২ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মহান মে দিবস পালিত
গাজীপুরে মহান মে দিবস পালিত
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: ( ১৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বেলা ১.৪০মিঃ) নানা আয়োজনের মধ্যদিয়ে গাজীপুরে মহান মে দিবস পালিত হয়েছে ৷ দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিকলীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনার আয়োজন করেছে ৷
এবার মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-’মে দিবসের মর্মবাণী, শ্রমিক-মালিক ঐক্য জানি’ ৷
১ মে রবিবার সকালে নগরের চান্দনা চৌরাস্তায় জাতীয় শ্রমিক লীগ বিশাল বর্ণাঢ্য র্যালি বের করে ৷ র্যালিটি চান্দনা ট্রাকস্ট্যান্ড হতে শুরু করে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘুরে জাগ্রত চৌরঙ্গীর পাশে গিয়ে শেষ করা হয় ৷
পরে আয়োজিত শ্রমিক সমাবেশে শ্রমিক লীগের মহানগর আহবায়ক এম এ মজিদ বিএসসির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কবির আহম্মেদ মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম সরকার, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন সরকার, ভিপি রিপন ও মহানগর শাখার যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহীম খলিল ও আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিকলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ৷
অপরদিকে সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড পোস্টার নিয়ে একটি র্যালী বের করে৷ সিটি করপোরেশনের বাইপাস এলাকা থেকে র্যালীটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি গিয়ে শেষ হয়৷ সেখানে র্যালী উত্তর এক পথসভা অনুষ্ঠিত হয়৷ সভায় আজহারুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক কল্যণ ফেডারেশনের কেন্দ্রীয় আইন সম্পাদক এডভোকেট মোহাম্মদ জাকির হোসেন, গাজীপুর মহানগর সহ-সভাপতি খান মোঃ ইয়াকুব, মহানগর সাধারণ সম্পাাদক মোঃ শফিকুল ইসলাম ও টঙ্গী থানা সভাপতি মোঃ গোলাম মাওলা সেলিমসহ আরো অনেকে বক্তব্য রাখেন৷
গার্মেন্টস শ্রমিক, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ কৃষি ফার্মস শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মোটর শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে ৷ এছাড়া জেলার কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর, টঙ্গী, শ্রীপুরসহ বিভিন্ন স্থানে মোটর শোভাযাত্রা বের করা হয় ৷