সোমবার ● ২ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ধানের বাম্পার ফলন : দামে অসন্তোষ চাষীরা
ঝিনাইদহে ধানের বাম্পার ফলন : দামে অসন্তোষ চাষীরা
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বেলা ১.৫০মিঃ) বাংলাদেশের দক্ষিন অঞ্চল অর্থাত্ খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার চাষীরা ধানের আশানুরূপ ফলন পেয়েছে ৷ কিন্তুু এরপরও খুশি না এসব ধানচাষীরা ৷ অধিকাংশ চাষীরাই ধানের আবাদ ছেড়ে অন্য ফসল চাষ করার কথা ভাবছেন ৷ ধানের দাম কমে যাওয়াই ধানের আবাদ ছেড়ে দেয়ার মূল কারণ ৷ পরিশ্রম আর অর্থ দুটোই খরচ করে ধান চাষ করার পর লাভবান হতে পারছেন না ঝিনাইদহের চাষীরা ৷ স্থানীয় হাট বাজারগুলোতে প্রতি মন ধান যে দরে বিক্রয় হচ্ছে চাষীদের ভাষ্যমতে প্রতি মন ধানের উত্পাদন খরচ হয়েছে তার চেয়েও বেশি ৷
ঝিনাইদহের সদর উপজেলার গোপালপুর গ্রামের চাষী আব্দুর রাজ্জাক বলেন, “প্রতি একর জমিতে ধান উত্পাদন করতে খরচ হয় প্রায় ৪০ হাজার টাকা ৷ ধানের সর্বোচ্চ ফলন হলেও প্রতি মন ধানের দাম ৭৫০-৮০০ টাকা হলে ৩৮-৪০ হাজার টাকার বেশি ধান বিক্রি হয় না ৷ ফলে প্রত্যেককেই গুনতে হচ্ছে লোকসানের অঙ্ক ৷” সরেজমিনে ঘুরে সাংবাদিক জাহিদুর রহমান তারিক জানিয়েছেন, যশোর, মাগুরা, ঝিনাইদহ, খুলনা, সাতক্ষীরা, নড়াইলসহ বিভিন্ন জায়গার হাটগুলোতে প্রতি মন ধান কেনাবেচা হচ্ছে ৭০০-৭৫০ টাকা করে ৷ গত বছর বোরো মৌসুম থেকে ধানের দাম কম হওয়ায় এবছর বোরো ধানের পরিবর্তে ছোলা, মসূর, গম চাষের পরিমান বেড়ে গেছে অনেকাংশেই ৷ চাষিরা লোকসানের ভয়ে ধান চাষ থেকে দূরেসরে যাচ্ছে দিন দিন ৷
ঝিনাইদহের বারোবাজার এলাকার চাষী নাসির হোসেন বলেন,”১ বিঘা জমিতে ধান উত্পাদন করতে যে খরচ হয় জমির ধান বিক্রি করলে সে টাকাও উঠে না ৷ এ কারনে গত বছর থেকে চাষীরা ধানের চাষ বাদ দিয়ে অন্য ফসল চাষ করছে ৷” যশোর জেলা কৃষি সমপ্রসারন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবছর বোরো ধান চাষের টার্গেট ধরা হয়েছিল ১লক্ষ ৫১ হাজার ৮’শ ৮৮ হেক্টর ৷ তবে ধান আবাদ হয়েছে ১লক্ষ ৪৩ হাজার ৫’শ ৪০ হেক্টর জমিতে ৷ এ মৌসুমে উত্পাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে,৬ লক্ষ ৬ হাজার ৮’শ ৯৩ মেট্রিক টন চাল ৷
এদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় প্রতি মন ধানের দাম ৪০০-৪৫০ টাকা ৷ দেশের প্রধান খাদ্যশষ্য ধান এবং অধিকাংশ চাষীরা ধান চাষ করা সত্বেও ধানের দাম কম হওয়ায় সরকারকে দায়ী করে তীব্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে চাষীরা ৷ কেউ কেউ বলছেন, সরকার ক্ষমতায় আসার আগে চালের দাম ১০ টাকা করার অঙ্গীকার করেছিল ৷ সেই অঙ্গিকার রক্ষা করতেই সরকার চাষীদের মেরুদন্ড ভেঙ্গে ধানের দাম কমাচ্ছেন বলে অভিযোগ করেছেন ঝিনাইদহ জেলার চাষিরা ৷ তবে সরকারিভাবে ধান সংগ্রহ করা শুরু হলে দাম কিছুটা বাড়বে বলে ধারনা করা হচ্ছে ৷
উল্লেখ্য, এবছর সরকার ২৩ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ আগামী ৫ মে থেকে ধান সংগ্রহের কাজ শুরু হবে বলে তথ্য পাওয়া গেছে ৷