সোমবার ● ২ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ওয়ালটন শোরুমে আগুন
গাজীপুরে ওয়ালটন শোরুমে আগুন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বেলা ১.৫৫মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার আবুল কালাম আজাদের বাড়িতে আগুনে পুড়ে গেল বাড়ির ১১টি কক্ষ ও মালামাল৷ অপরদিকে ২৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ওয়ালটন শোরুমে অগি্নকান্ডের ঘটনা ঘটেছে৷ আগুনে শোরুমে থাকা টিভি, ফ্রিজ, রঙ্গীন টিভি, মোটর সাইকেল ও অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে গেছে ৷
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ হাসিবুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ৩০ এপ্রিল শনিবার রাত ১০টার দিকে ওই সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার আবুল কালাম আজাদের বাড়িতে আগুনের সূত্রপাত হয় ৷ পরে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তিনি ধারণা করছেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে৷
অপরদিকে ২৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার আনসার রোডে অবস্থিত রাজ ইলেকট্রনিক্স (ওয়ালটন) শোরুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৷ আগুনে শোরুমে থাকা টিভি, ফ্রিজ, রঙ্গীন টিভি, মোটর সাইকেল ও অন্যান্য ইলেকট্রনিঙ্ সামগ্রী পুড়ে গেছে ৷
রাজ ইলেকট্রনিক্সে মালিক অধ্যাপক সেলিম আহমেদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, প্রতিদিনের মতো রাত সাড়ে ৯টায় দিকে শো-রুম বন্ধ করে বাসায় চলে যাই ৷ রাত আনুমানিক ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে শোরুমে আসি৷ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা হাইওয়ে থানার টহলরত পুলিশ শোরুমে আগুন দেখতে পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেয় এবং ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ৷ আগুনে শোরুমে থাকা টিভি, ফ্রিজ, রঙ্গীন টিভি, মোটর সাইকেল ও অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে গেছে ৷ আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ২০লক্ষ টাকা ৷
শ্রীপুর ফায়ার সার্ভিসের হাউজ ইন্সপেক্টর হালিম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৷