মঙ্গলবার ● ৩ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ভারতের বিষাক্ত আম সুন্দরীতে বাজার সয়লাব
ভারতের বিষাক্ত আম সুন্দরীতে বাজার সয়লাব
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: (২০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মিঃ) ভারতীয় আম যার নাম সুন্দরী ৷ দেখতে খুবই সুন্দরী বিধায় নাম রাখা হয়েছে সুন্দরী ৷ কিন্তুু এই সুন্দরীদের শরীরে রয়েছে মারাত্মক ধরনের বিষ ৷ আর এই ভারতীয় আম সুন্দরীতে সয়লাব হয়ে গেছে ঝিনাইদহসহ কমবেশি দেশের জেলা শহরের প্রতিটি ফলের দোকান গুলোতে ৷ হলুদের আভা এবং বোঁটার দিকে টকটকে লাল৷ ফলে সহজেই ক্রেতাকে আকৃষ্ট করে এই সুন্দরীরা ৷
ক্রেতা আকৃষ্ট করতে ফল বিক্রেতারা সুন্দর করে সাজিয়ে রাখেন এই সুন্দরী আম গুলোকে ৷ দিনের পর দিন এই আম দোকানে থেকে গা কুঁচকে যাচ্ছে অথচ নষ্ট হচ্ছে না এমন কি পচনও ধরছে না ৷ বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানো আম মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হলেও দেখার কেউ নেই ৷ ঝিনাইদহের প্রায় প্রতিটি ফলের দোকানে এসব আম সাজিয়ে রাখা হয়েছে ৷ রাসায়নিক দিয়ে ও কৃত্রিম উপায়ে আমগুলো পাকানো হয়েছে ৷ লোকজন শুধু এর বাহ্যিক রূপ দেখে মুগ্ধ হচ্ছেন ৷
ভারতের মাদ্রাজ থেকে আসা এ আমের নামও আবার কোন কোন ফলব্যবসায়ী দিচ্ছেন গোপাল বাহার ৷ আমাদের দেশীয় আম বাজার আসার আগেই এই সুন্দরী বাজারে আসায় কদরও একটু বেশি ৷
ব্যবসায়ীরা জানান, সাধারণত মৌসুম শুরুর আগ থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ভারতীয় সুন্দরী আমে বাংলাদেশের বাজার সয়লাব হয়ে যায় ৷ এবারও অবস্থা তাই ৷ দামও বেশ চড়া ৷ ঝিনাইদহের বাজারে কেজি প্রতি আম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা দরে ৷ সুন্দরী আমের ছবি তোলার সময় একজন ক্রেতা জানান, গতকাল বাজার থেকে ১কেজি আম ক্রয় করে বাসায় গিয়ে খাবার সময় বাধলো আরেক জ্বালা ৷ তিনি অভিযোগ করেন ভিতরে এখনো আমের আটি বাঁধেনি, খেতেও মিষ্টি না আমের ভিতরে সাদা ৷ ফলব্যবসায়ীর সাথে আলাপকালে তিনি বলেন আমরা জানি এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর হওয়া সত্ত্বেও ব্যবসার খাতিরে বিক্রি করছি ৷