শুক্রবার ● ৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » ভাষা মতিনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
ভাষা মতিনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন গণতান্ত্রিক সংগ্রামে ভাষা মতিন আপোসহীন যোদ্ধা ছিলেন৷ সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, স্বৈরাচারবিরোধী এবং জনগণতান্ত্রিক বিপ্লবের অগ্রণী যোদ্ধা হিসেবে ভাষাসৈনিক আমৃত্যু পর্যন্ত লড়াই করে গেছেন ৷ মৃত্যুর শেষ দিকে তিনি ছিলেন সর্বজনীন নেতা ৷ বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপিসহ প্রায় সবদলের বিভিন্ন সমাবেশে ভাষা মতিনকে অতিথি করে বক্তব্য দিতে দিলে তিনি সেই বক্তব্যে সবসময় সত্য কথা উচ্চারণ করতেন ৷ প্রায়সময় তার বক্তব্য যে দলের আমন্ত্রণে আসতেন সেই দলের বিপক্ষেই চলে যেতো ৷ আর এ কারণেই অন্যদের চেয়ে ভাষা মতিন ভিন্নমাত্রায় নিজেকে নিয়ে গিয়েছিলেন৷ ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মহান মুক্তিযুদ্ধের আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে একজন নির্লোভ নেতা হিসেবে তিনি যে অবদান রেখে গেছেন জাতি তা শ্রদ্ধার সাথে আজো স্মরণ করে ৷ ১ বছর আগে এই প্রিয় ব্যক্তিটি না ফেরার দেশে চলে গেলেও আজো তার শবদেহ নিয়ে গবেষণা চলছে ৷ ৯ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় এনডিপি কেন্দ্রীয় কার্যালয়ে ভাষা মতিনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷ তিনি আরো বলেন, দেশে বর্তমানে গণতন্ত্রের কোন কার্যক্রম নেই ৷ স্বেচ্ছাচারীতা ও অগণতান্ত্রিক কার্যক্রমের মধ্য দিয়ে সরকার পরিচালিত হচ্ছে৷ এখানে দেশী-বিদেশী কেউ নিরাপদ নয় ৷ এখনো বিরোধীদলের উপর দমন-পীড়ন অব্যাহত রয়েছে৷ সীমাহীন নির্যাতনের মধ্য দিয়ে সরকার তাদের স্বৌরাচারী শাসন চালিয়ে যাচ্ছে ৷ প্রতিবাদ করলেই হামলা-মামলা গ্রেফতারের শিকার হতে হচ্ছে৷ ভাষা মতিনের শূন্যতা তাই এই মুহুর্তে সকল গণতান্ত্রিক নাগরিক দারুনভাবে উপলব্ধি করছে ৷ স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রচার সম্পাদক ও স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মফিজুর রহমান লিটন, এনডিপির প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, দপ্তর সম্পাদক মোঃ মুছা, প্রবীণ মানবাধিকার সংগঠক মোঃ আব্দুল হাকিম ফরাজী, আব্দুল হামিদ শিকদারসহ প্রমুখ নেতৃবৃন্দ৷ সভার শুরুতে তার বিদেহী আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় ৷ (বিজ্ঞপ্তি) আপলোড : ৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ১.৪৬ মিঃ