বৃহস্পতিবার ● ৫ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ইপিজেড শ্রমিক সালমাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন
ইপিজেড শ্রমিক সালমাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরদী প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মিঃ) ইপিজেড শ্রমিক সালমাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বাঘইল গ্রামবাসী ও ইপিজেড শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে৷ এলাকাবাসী ও শ্রমিকরা বৃহস্প্রতিবার বিকালে পাষন্ড স্বামী ও সালমা হত্যাকারী সাহাবুলের ফাঁসির দাবিতে ইপিজেড গেইটে মানববন্ধন ,প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে ৷ নিহত সালমার চাচা লুত্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন,সুমন ইসলাম মধু, বেবি মেম্বর,মেম্বর প্রার্থী আব্দুল বারী,শাহান,রাজন,জাহাঙ্গীর, নুরুজ্জামান,জিয়া,লুত্ফর রহমান প্রাং এবং নিহতের শিশু ছেলে সিজান ও মেয়ে শাপলা আক্তার ৷ এর আগে বিক্ষুব্ধ এলাকাবাসী বাঘইল এলাকা ব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে৷ গত সোমবার রাতে সাহাবুল তার স্ত্রী সালমাকে বাড়ির নিকটস্থ দোকানে ফাঁকি দিয়ে ডেকে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে এবং শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে হত্যা আহত করে৷ পরে রামেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সালমার মৃত্যু হয়৷ ঘটনার দু’দিন পর এলাকাবাসী সাহাবুল ও তার মা রহিমাকে ধরে পুলিশে সোপর্দ করে৷