বৃহস্পতিবার ● ৫ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি মেয়র মান্নান কারাগার থেকে হাসপাতালে
গাজীপুর সিটি মেয়র মান্নান কারাগার থেকে হাসপাতালে
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৫০মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র অধ্যাপক এমএ মান্নানকে চিকিত্সার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে৷ আদালত দুটি নাশকতার মামলায় তিনদিনের পুলিশি রিমান্ড মঞ্জুরের একদিন পর ৫ মে বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে পাঠানো হয়৷
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, সকাল সাড়ে ১১টার দিকে তাকে কারাগারের একটি অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে পাঠানো হয়৷ তাকে বুধবারই আদালত থেকে হাসপাতালে পাঠানোর সকল ব্যবস্থা করা হলেও ঢাকায় যাওয়ার পুলিশ না পাওয়ায় ওইদিন তাকে কারাগারে ফেরত আনা হয়৷
কাশিমপুর কারা হাসপাতালের চিকিত্সক মিজানুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, এমএ মান্নান ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, কিডনি ও হৃদরোগ ছাড়াও শারীরিক দুর্বলতায় ভুগছেন৷ তাকে উন্নত চিকিত্সার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে৷
গাজীপুর আদালতের পরিদর্শক মোঃ রবিউল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, দুটি নাশকতার মামলায় বুধবার দুটি পৃথক আদালত গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র এমএ মান্নানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন৷