বৃহস্পতিবার ● ৫ মে ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাজীপুরে আমেরিকান ডেইরি কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
গাজীপুরে আমেরিকান ডেইরি কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.২০মিঃ) গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় আমেরিকান ডেইরী লিমিটেডের (এডিএল) কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে৷
৪ মে বুধবার দুপুরে আন্তর্জাতিক মানসম্পন্ন এই কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ৷
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমেরিকান ডেইরীর চেয়ারম্যান ইশতিয়াক আবেদীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট রহমত আলী, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদ হাসান, এডিএল’র ব্যবস্থাপনা পরিচালক ডঃ হাসানুল এ হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ এ এস আলীম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল, শ্রীপুর পৌর মেয়র মোঃ আনিছুর রহমান প্রমুখ৷ অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷