শুক্রবার ● ৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে চালু হল স্কুলে ঢোকার সময় ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি
চট্টগ্রামে চালু হল স্কুলে ঢোকার সময় ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি
চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম কৃষ্ণকুমারী স্কুলের ছাত্রীদের জন্য এখন থেকে স্কুলে ঢোকার সময় ফিঙ্গার প্রিন্ট দিতে হবে।
সাথে সাথে ছাত্রীর অভিভাবকের মোবাইলে একটি খুদে বার্তা নোটিফিকেশন চলে যাবে, ছাত্রীরা স্কুলে প্রবেশ করেছে কি না অভিবাবক ঘরে বসে জানতে পারবেন।
এছাড়া পরীক্ষার সকল ধরনের ফলাফল (রেজাল্ট) যারা যার অভিবাবক (বাবা ও মায়ের) কাছে লুকাত তারা এখন থেকে তা আর পারবেনা। কারণ এই স্কুলের পরীক্ষার ফলাফল (রেজাল্ট) ছাত্রীদের অভিবাবকের মোবাইলে খুদে বার্তা চলে যাবে ।
অভিবাবকরা বলেন স্কুল কর্তৃপক্ষে অনেক দিন পরে ডিজিটাল পদ্ধতিতে একটা ভাল উদ্যোগ দেখলাম।
চট্টগ্রাম কৃষ্ণকুমারী স্কুল কর্তৃপক্ষের এই মহতি উদ্দ্যেকে সচেতন মহল স্বাগত জানিয়েছেন।
এই মহতি উদ্যোগটি নিয়েছেন, চট্টগ্রাম মহানগরীর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
তিনি ডব্লিউথ্রিএক্সপ্লোরার্স বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হয়েছে বলে জানান।
বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই উদ্দ্যেগ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে অভিবাবক,শিক্ষাবিদ ও সচেত মহল জানান।
আপলোড : ৯ অক্টোবর ২০১৫ : বালাদেশ : সময় : দুপুর ২,৩৮ মিঃ