বৃহস্পতিবার ● ৫ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
কালীগঞ্জের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৫৫মিঃ) গাজীপুরের কালীগঞ্জের ৭টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছেন৷৪ মে বুধবার দুপুরে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) চেয়ারম্যানদের এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধারণ ও সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান৷
উপজেলার তুমলিয়া, বক্তারপুর, জাঙ্গালীয়া, জামালপুর, মোক্তারপুর, বাহাদুরসাদী ও নাগরী ইউনিয়নে নব নির্বাচিত সাত ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, আতিকুর রহমান আকন্দ ফারুক, গাজী সারোয়ার হোসেন, মোঃ মাহবুবুর রহমান ফারুক মাস্টার, মোঃ শরীফুল ইসলাম তোরণ, মোঃ শাহাবুদ্দিন আহমেদ ও মোঃ আব্দুল কাদের মিয়া শপথ বাক্য পাঠ করেন৷ এছাড়াও ওই সাত ইউনিয়নের ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ বাক্য পাঠ করেন৷
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক এস.এম আলম৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইফতেখার আহমেদ চৌধূরী, গাজীপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জামিল আহমেদ, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জোম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলম চাঁদ৷ এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কর্মী-সমর্থকসহ সরকার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, চলতি ২০১৬ সালের ৩১ মার্চ দ্বিতীয় দফায় কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়৷ এতে আওয়ামী লীগের সমর্থন পেয়ে নৌকা প্রতীক নিয়ে ছয়জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে একজন জয় লাভ করেন৷