শুক্রবার ● ৬ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১১ বছর পর কাউখালী পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের কমিটির নির্বাচন
১১ বছর পর কাউখালী পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের কমিটির নির্বাচন
মোঃ ওমর ফারুক,কাউখালী :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা সদরের ঐতিহ্য বাহি বিদ্যালয় পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয় ৷ বিদ্যালয়টি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়৷ প্রতিষ্ঠার পর থেকে বহু কাটখর পেরিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকল৷ প্রথমে এই বিদ্যালয় নিন্ম মাধ্যমিক পরে উচ্চ মাধ্যমিক উন্নতি লাভ করে এবং ১৯৮৪ সালে মাধ্যমিক পরিক্ষা কেন্দ্রের অনুমতি লাভ করে৷ মাঝে রহস্য জনক কারনে কয়েক বছর পরিক্ষা কেন্দ্র ছিলনা৷ কিন্তু পরে ১৯৮৮ সালে আবার পুনরায় মাধ্যমিক পরিক্ষা কেন্দ্র আসে৷ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত বিদ্যালয় পরিচালনা কমিটি নির্বাচিত হয়ে আসছিল এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছিল ঠিকই কিন্তু পথিমধ্যে আর সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে জানা যায়৷
বিদ্যালয় সুত্রে জানা যায়, বর্তমানে উচ্চ বিদ্যালয় ও টেকনিক্যাল বিদ্যালয় সহ (যৌথ) প্রায় ১০০০ হাজারের মতো ছাত্র/ছাত্রী অধ্যায়নরত৷ সাধারন শাখায় মোট ১৬ জন,কারিগিরী শাখায় ৮জন শিক্ষক/শিক্ষিকা এবং ৮জন কর্মচারী আছে৷ ৪টি পাকা ভবন,৫টি সেমিপাকা ভবন,বর্তমানে বিদ্যালয়ের নিজস্ব জমির পরিমান ৮ একর২৫ শতক বলে জানা যায়৷
কাউখালী উপজেলার একমাত্র ঐতিহ্যবাহি বিদ্যালয হওয়ায় এই বিদ্যালয়ের রয়েছে অনেক গৌরবজ্জোল ইতিহাস৷ এই বিদ্যালয়ের অনেক ছাত্র/ছাত্রী আজ বাংলাদেশের বিভিন্ন সরকারী,বেসরকারী নামি,দামি প্রতিষ্ঠানে উচ্চ পর্যায় কর্মরত৷ বিগত দিনগুলিতে বিদ্যালয় পরিচালনা কমিটি বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র/ছাত্রীদের অভিভাবক কর্তৃক সরাসরি নির্বাচিত হলেও গত ২০০৫ সালে সর্বশেষ কমিটির ভোট হলেও এর পর থেকে এই পোয়া পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ে আর কোন নির্বাচন অনুষ্ঠিত হযনি বলে জানা যায়৷
যদিওবা বিদ্যালয় পরিচালনা কমিটি ছিল কিন্তু সরাসরি কোন নির্বাচন হয়নি৷ তত্কালীন কমিটির মেয়াদ ছিল ৩ বছর৷ কমিটি গুলির কোন অভিভাবক সরাসরি কোন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ছিলনা৷ কোন প্রার্থী না থাকার কারনে কমিটির সদস্যরাই সদস্য মনোনীত করে কমিটি গঠন করে কার্য্যক্রম চালাতেন বলে জণশ্রুতি রয়েছে৷ তারই ধারাবাহিকতায় ২০০৫ সালের পর থেকে পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক নির্বাচন আর হযনি৷ বর্তমান প্রধান শিক্ষক করুণা ময় চাকমা বলেন,বর্তমান স্কুল পরিচালনা ম্যানেজিং কমিটি খুবই সচেতন৷ এই কমিটি বর্তমানে স্কুল্ওে অনেক উন্নয়নমুলক কাজ করেছে৷ তাছাড়া বর্তমান এই কমিটির মেয়াদ শেষ হওয়ায় শিৰা বোর্ডের সকল ধরনের নিয়ম কানুন মেনে চলে ২০১৬ সালে সরাসরি ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের এই নির্বাচনের আয়োজন করেছেন বলে তিনি দাবি করেন৷
অপর দিকে বর্তমান পোয়া পাড়া মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম চৌধুরী বলেন, পুর্বে কি হয়েছে সেটা বড় কথা নয় কিন্তু আমি বর্তমান কমিটির সভাপতি হওয়ার পর এই স্কুলের অনেক উন্নয়ন সাধিত হয়েছে৷ এবং অনেক উন্নয়নমুলুক কার্য্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে বলে তিনি জানান৷ তা ছাড়া সরকারের শিক্ষা বোর্ডের আইন কানুন মেনে আগামী ৯ মে বিদ্যালয়ের পরিচালনা কমিটি অভিভাবক সদস্যগন নির্বাচিত হয়ে আসবেন৷ নির্বাচন প্রসঙ্গে প্রিজাইডিং অফিসার ও কাউখালী উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলাম বলেন, আমি কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কার্যালয়ের স্বারক নং ০৫.৪২.৮৪২৫.০০২.০৬০১২.১৬-৩৯ তারিখঃ ১২.০৪.২০১৬ খ্রি.( মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের ১৬/০৬/২০০৯ খ্রিঃ তারিখের প্রজ্ঞাপনের প্রবিধান ১৬ এর) পেয়ে নির্বাচন তফশিল ঘোষনা করি৷ ১.মনোনয়ন পত্র গ্রহন ও জমাদানের তারিখঃ২০/০৪/২০১৬খ্রিঃ -২৪/০৪/২০১৬খ্রিঃ৷২.মনোনয়ন পত্র বাছাই প্রতিক বরাদ্ধ ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশঃ ২৬/০৪/২০১৬খ্রিঃ৷৩. মনোনয়ন পত্র প্রত্যহার ও প্রতিক বরাদ্ধের তারিখঃ২৮/০৪/২০১৬ খ্রিঃ৷৪. নির্বাচনের তারিখঃ ০৯/০৫/২০১৬খ্রিঃ৷
বর্তমানে অভিভাবক পদে মোট ৮ জন অভিভাবক সদস্য প্রতিদ্বন্ধিতা করছেন৷ ১জন মহিলা অভিভাবক সদস্য বিনা প্রতিব্দনিন্ধতায় নির্বাচিত হয়েছেন৷ মোট অভিভাবক সদস্য ভোটার সংখ্যা ৮৬৬জন৷ আমি আশা রাখি এবার পোয়া পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন খুবই সুন্দর এবং সুষ্ঠ হবে৷
আগামী ৯ মে কাউখালী উপজেলা সদরের একমাত্র ঐতিহ্যবাহি বিদ্যাপিট এই পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়৷ এই বিদ্যালয়ের আগামি দিনের পরিচালনার জন্য ম্যানিজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচিত হয়ে আসুক এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিদ্যালয় পরিচালনা ম্যানেজিং কমিটির সদস্যরা স্বতস্পুর্ত ভুমিকা পালন করুক এটাই এখন অত্র এলাকার অভিভাবক সদস্যদের একমাত্র এই প্রত্যাশা৷