শনিবার ● ৭ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ডাকাতি ওসি বলেন ছিচকে চুরি
ঝিনাইদহে ডাকাতি ওসি বলেন ছিচকে চুরি
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ১০.২২মিঃ) ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার দুই বাড়িতে ডাকাতি হয়েছে৷ শুক্রবার ভোর রাতে ১০/১২ জনের ডাকাতদল শহরের আড়পাড়া গ্রামের প্রমানিক পাড়ার মাহামুদুল মনির ও আব্দুল মালেক মহুরীর বাড়িতে হানা দিয়ে নগদ ৫৫ হাজার টাকা ও ১৬ ভরি সোনাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়৷ এ সময় বাধা দিলে ডাকাতরা বাড়ির মালিক আব্দুল মালেককে কুপিয়ে জখম করে৷ আহত আব্দুল মালেককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েভর্তি করা হয়েছে৷
খবর পেয়ে শুক্রবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন ও সহকারী পুলিশ সুপার আলী আজম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ বাড়ির মালিক মাহামুদুল মনির জানান, রাত আড়াইটার দিকে ১০/১২ জনের ডাকাতদল বিভক্ত হয়ে দুই বাড়িতে প্রবেশ করে৷ ডাকাতরা তালা, গেট, দরজা ভেঙ্গে ধারালো অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে বেঁধে ফেলে৷
এ সময় ডাকাতদল বাড়ির আলমারি ভেঙ্গে তার নগদ ১৫ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণলংকার নিয়ে যায়৷ অপরদিকে পাশের বাড়ির আব্দুল মালেক মহুরির বাড়িতে একই কায়দায় প্রবেশ করে নগদ ৪০ হাজার টাকা ও ৫ ভরি সোনা লুট করে৷ ডাকাতি করার সময় বাধা দিলে মালিক আব্দুল মালেককে কুপিয়ে জখম করে ডাকাতরা৷ কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান,
শহরের আড়পাড়া প্রমানিক পাড়ার দুই বাড়িতে ডাকাতি হয়েছে৷ ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণলংকারসহ প্রায় ৩/৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে৷ তবে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন ভিন্ন কথা৷ তিনি বলেন ছিচকে চোরেরা দুই বাড়ির তালা ভেঙ্গে ঢুকে ৪/৫ ভরি সোনা ও ১৫/২০ হাজার টাকা নিয়ে গেছে৷ এটা নিছক চুরি বলে তিনি দাবী করেন৷ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হলে বলেও তিনি জানান৷