রবিবার ● ৮ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ইউপি নিবার্চন
রাউজানে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ইউপি নিবার্চন
রাউজান প্রতিনিধি:: রাউজানের ১৪টি ইউনিয়নে বিছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে ভোটাররা ভোট দিয়েছে। এই উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যন পদে নির্বাচন হলেও দুটিতে নির্বাচনের আগে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনের বর্জন ঘোষনা দেয়ায় এখানে একক প্রার্থীর পক্ষে একছত্র ভোট পড়েছে। অপর একটিতে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে একজন(ধানের শীর্ষ প্রতীক) সকাল ১০টার পর নির্বাচন বর্জন করায় এখানেও ভোট হয়েছে নৌকা প্রতীকের একক প্রার্থীর পক্ষে।
সরেজমিনে দেখা যায়, ৭ মে সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোটাররা ভোট দিয়েছে । পরবর্তী সময়ে প্রায় সব কেন্দ্র ফাঁকা হয়ে পড়ে ভোটারদের অভাবে। সারাদিন বিছিন্ন ভাবে ভোটারদের আসা যাওয়ার মাঝে ভোট গ্রহন হয়। বেশির ভাগ কেন্দ্রে ভোট গ্রহনের সর্বশেষ সময় পার করে নির্বাচন পরিচালনায় দায়িত্বে থাকা লোকজন অলস ভাবে বসে। স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বেলা দশটার পর বিনাজুরী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী সুকুমার বড়ুয়ার সাথে একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি’র ধানের শীষ চেয়ারম্যান প্রার্থী কমলেন্দু শীল অনিয়মের অভিযোগ করে নির্বাচন বর্জনের ঘোষনা দিয়ে নির্বাচনী এলাকা ছেড়ে যায়। একটার দিকে পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তুর পাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই ঘটনার পর মেম্বার প্রার্থী সুজন মল্লিক ভোট বর্জনের ঘোষনা দিয়ে কেন্দ্র ছাড়েন। উরকিরচর ইউনিয়নের আবুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রতন বনিক নামের এক মেম্বার প্রার্থীকে লাঞ্ছিত করেছে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা। এই নিয়ে এখানে কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করছিল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পূর্বগুজরা ইউনিয়নে একটি কেন্দ্রে এক মেম্বার প্রার্থীর পক্ষে প্রতিপক্ষ প্রার্থীর ভোটারদের কেন্দ্রে বাঁধা দেয়া হয়। এসময় স্থানীয় চেয়ারম্যন মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন বাঁধাদানকারীদের ধাওয়া দিয়ে ভোটারদের ভোটদানে সহায়তা করেন। পশ্চিম গুজরা ইউনিয়নে তিনটি ওয়ার্ডে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা পছন্দের প্রার্থীকে সারা দিন ভোট দিয়েছে। স্থানীয় চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ প্রতিটি কেন্দ্রে পরিদর্শন করে ভোটারদের পছন্দের প্রাথীকে ভোট দানের ব্যবস্থা নিশ্চিত করেছেন বলে স্থানীয়রা জানায়। সর্বশেষ সংবাদে জানা যায় রাউজানে যে তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে, সেই তিনটি ইউনিয়নের মধ্যে কদলপুরে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তসলিম উদ্দিন চৌধুরী ৮ হাজার ৫শত ৮৪ ভোট, বিনাজুরী ইউনিয়নে নৌকা প্রতীকের সুকুমার বড়ুয়া ৬ হাজার ৪৯ ভোট এবং নোয়াপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকের আলহাজ্ব দিদারুল আলম ১৬ হাজার ৬২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। অন্যান্য ইউনিয়নে মধ্যে যেসব ওয়ার্ডে পুরুষ ও মহিলা মেম্বার পদে ভোট হয়েছে সেসব ইউনিয়নের মধ্যে সর্বশেষ সংবাদে জানা যায়, হলদিয়ার ৮ নং ওয়ার্ডে তৈয়ব উদ্দিন, ৩ নং ওয়ার্ডে সম্ভু মজুদার। ডাবুয়ার ৪ নং ওয়ার্ডে শীতল শীল, ৬নং আবুল কালাম। চিকদাই ৭ নং ওয়ার্ডে প্রদীপ দাশ। রাউজান ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে প্রভাত পাল, ৬ নং ওয়ার্ডে প্রভাষ বড়ুয়া। বিনাজুরী ১ নং ওয়ার্ডে দ্বিদল বড়ুয়া মনু, ৫নং ওয়ার্ডে সুজিত বিশ্বাস, ৩ নং ওয়ার্ডে শ্যামল বড়ুয়া। পাহাড়তলী ৮নং ওয়ার্ডে ইলিয়াছ তালুকদার, ৪ নং ওয়ার্ডে মাহফুজুল হক,২নং ওয়ার্ডে কামরুল হাসান,১,২,৩ ওয়ার্ডে খোরশিদা বেগম, ৪,৫,৬ ওয়ার্ডে বিনা আকতার, ৫নং ওয়ার্ডে আয়ুব খান জনি, ৯নং ওয়ার্ডে লিটন বড়ুয়া। উরকিরচরে ২নং ওয়ার্ডে তাপস বড়ুয়া, ৩নং ওয়ার্ডে অমিত বিজয় বড়ুয়া, ৪ নং ওয়ার্ডে কাউছার আলম, ৫নং ওয়ার্ডে মোহাম্মদ আবছার, ৮ নং ওয়াডে মোহাম্মদ সেলিম। ৪,৫,৬ ওয়ার্ডে মহিলা মেম্বার ফাতেমা খাতুন ও ৭,৮,৯ ওয়ার্ডে আইরিন নেছা নিলু। পশ্চিম গুজরায় ৮ নং ওয়ার্ডে নাসির উদ্দিন সোহেল, ৭ নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান, ৬ নং ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল, ৪ নং ওয়ার্ডে বোরহান উদ্দীন রুবেল ৪,৫,৬ মহিলা ওয়ার্ডে গোলাপী বড়–য়া, ৭,৮,৯ ওয়ার্ডে লাকি মহাজন। নোয়াজিশপুর ৮ নং ওয়ার্ডে মোহাম্মদ মনছুর আলী। গহিরা ৪নং ওয়ার্ডে নুরুচ্ছাফা। কদলপুর ১নং ওয়ার্ডে মো. মুরাদ, ৩নং ওয়ার্ডে মো. রাশেদ, ৪নং ওয়ার্ডে কমল দাশ, ৫নং ওয়ার্ডে মো. ইলিয়াছ, ৪,৫,৬ নং ওয়র্ডে মহিলা মেম্বার নাইমা খাতুন, ৭,৮,৯নং ওয়ার্ডে জেনু বড়ুয়া, ৯নং ওয়ার্ডে নাছির উদ্দীন, ৭নং ওয়ার্ডে মোঃ জয়নাল আবেদীন। নোয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মো. ইউসুফ, ৫নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর সিকদার, ৯নং ওয়ার্ডে হাজী কাসেম, ৪,৫,৬ নং ওয়ার্ডে মহিলা মেম্বার আনোয়ারা বেগম। বাগোয়ানে সংরক্ষিত আসন ১,২,৩ মনোয়ারা বেগম। উল্লেখ্য যে, উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে ১১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই ভাবে বিভিন্ন ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে নির্বাচিত হয় ১৪২জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারনম্যানগণ হচ্ছেন, হলদিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়ায় আবদুর রহমান চৌধুরী লালু, চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, নোয়াজিশপুর ইউনিয়নে সরওয়ার্দ্দি সিকদার, রাউজান ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু পূর্ব গুজরায় মুক্তিযোদ্ধ এম.আব্বাস উদ্দিন, পশ্চিম গুজরায় লায়ন সাহাবুদ্দিন আরিফ, উরকিরচর ইউনিয়নে সৈয়দ আবদুল জব্বার সোহেল এবং পাহাড়তলি ইউনিয়নে রোকন উদ্দিন।