সোমবার ● ৯ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে পরাজিত প্রার্থীদের মিষ্টি খাওয়ালেন জয়ী প্রার্থী
বিশ্বনাথে পরাজিত প্রার্থীদের মিষ্টি খাওয়ালেন জয়ী প্রার্থী
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ) চতুর্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচন শেষে দেশের বিভিন্ন স্থানে যখন নির্বাচন পরবর্তী সহিংসতা চলছে তখন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারী পরাজিত তিন চেয়ারম্যান প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন বিজয়ী প্রার্থী৷
ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা নিজামউদ্দিন সিদ্দিকী, আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শংকর চন্দ্র ধর ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী পীর লিয়াকতকে মিষ্টি খাওয়ালেন জয়ী বিএনপি মনোনীত প্রার্থী তালুকদার গিয়াসউদ্দিন৷ বিজয়ী প্রার্থীর সঙ্গে পরাজিত প্রার্থীরা মিলে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার করলেন তারা৷
রোববার বিকেলে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে পরাজিত প্রার্থী নিজাম উদ্দিন সিদ্দিকীর সঙ্গে দেখা হয় বিজয়ী প্রার্থী গিয়াস উদ্দিনের৷ এসময় তিনি পরাজিত প্রার্থী সঙ্গে কুশল বিনিময় ও মিষ্টি খাওয়ালেন৷ পরে অপর পরাজিত প্রার্থী শংকর চন্দ্র ধর ও পীর লিয়াকত আলীর নিজ নিজ বাড়ীতে গিয়ে জয়ী প্রার্থী তাদের মিষ্টি খাওয়ালেন৷ এসময় পরাজিত প্রার্থীরা জয়ী প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন৷ এ সময় উপস্থিতিদের করতালিতে এলাকা মুখরিত হয়ে ওঠে৷ এসময় জয়ী প্রার্থী সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবুল বশর মো.ফারুক, ইউপি বিএনপির সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিএনপি নেতা বাদশা মিয়া, সাজিদ মিয়া, ইলিয়াস আলী, বশর মিয়া, মাসুক মিয়া, আলা মিয়া, সিরাজ মিয়া, যুবদল নেতা সাইদুর রহমান, বশর মিয়া, মাসুক মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য শামছুদ্দিন, রাসেল মাহমুদ, নজরুল ইসলাম, সাজ্জাদুর রহমান শিশু, কয়েস, আলমীগর, ফাহাদ, খালেদ, তারেক, রিপন, জুয়েল ও সাইদুল প্রমুখ৷
প্রসঙ্গত, গত ৭মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে বর্তমান নিজাম উদ্দিন সিদ্দিকী হারিয়ে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন৷