সোমবার ● ৯ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর-এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি প্রকল্প শিঘ্রই চালু : সড়ক ও সেতুমন্ত্রী
গাজীপুর-এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি প্রকল্প শিঘ্রই চালু : সড়ক ও সেতুমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.০৯মিঃ) সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প চালু হলে প্রতি ঘন্টায় ২৫ হাজার যাত্রী পরিবহন হবে৷ ফলে যাত্রী দুর্ভোগ লাঘব হবে, পাশাপাশি এ পথে যানজট কমবে৷’
প্রায় ২ হাজার ৪০ কোটি টাকা ব্যয়ে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২১ কিলোমিটার দীর্ঘ বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ শুরু হয়েছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিঘ্রই প্রকল্পের কাজ উদ্বোধন করবেন বলে জানান সেতুমন্ত্রী৷
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৯ মে সোমবার দুপুরে গাজীপুরের নলজানীতে বিআরটি বাস ডিপো নির্মাণকাজ পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন৷
মন্ত্রী বলেন, ‘এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ফরাসি উন্নয়ন ব্যাংক (এএফডি), গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি (জিইএফ)-এর যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হবে৷
এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ত্রীর সাথে ছিলেন৷