সোমবার ● ৯ মে ২০১৬
প্রথম পাতা » পাবনা » বেতন-ভাতার দাবিতে ঈশ্বরদীতে পৌর কর্মচারীদের মানববন্ধন
বেতন-ভাতার দাবিতে ঈশ্বরদীতে পৌর কর্মচারীদের মানববন্ধন
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০০মিঃ) পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধাসহ সকল সরকারি সুবিধা সরকারি রাজস্ব তহবিল থেকে প্রদানের দাবিতে সোমবার দুপুরে ঈশ্বরদী পৌর কর্মকর্তা-কর্মচারীরা শহরের পোষ্ট অফিস মোড়ে মানববন্ধন ও পথসভা করেন৷পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি তৌহিদুল আলম সেলিম বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারন সম্পাদক মাসুদ উল আলম, সহ-সভাপতি মুর্শেদ হাসান কল্লোল, সচিব জহুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আব্দুল আওয়াল, ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান অঞ্জন, সৈকত হাসান টোনা, আব্দুল কাদের ও আবু সাঈদ বাবলু ৷ বক্তারা বলেন, সম্মানিত পৌর নাগরিকদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবাদানকারী একমাত্র প্রতিষ্ঠান পৌরসভা৷ নগরায়নের অন্যতম বাহক, আধুনিক নগরায়ন ও ডিজিটাল রাষ্ট্র গঠনে যার ভুমিকা অনিস্বীকার্য৷ উপজেলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা সরকারের রাজস্ব তহবিল হতে বেতন-ভাতা ও পেনশন সুবিধা পেয়ে থাকেন৷ অথচ জনসেবকের মূল দায়িত্ব পালনকারী সংস্থা স্থানীয় সরকারের মূল প্রতিষ্ঠান পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসব সুবিধা থেকে বঞ্চিত৷ মানববন্ধন থেকে একই সাথে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা জরুরী ভিত্তিতে প্রদানেরও দাবি জানানো হয়৷ মানববন্ধন ও পথসভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়৷