মঙ্গলবার ● ১০ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পিতাকে হত্যা করল পুত্র
পিতাকে হত্যা করল পুত্র
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: (২৭বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মিঃ) তুচ্ছ ঘটনার জের ধরে ১০ মে মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার কলেজ রোডে আমজদ উল্লাহ (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে তার কুলাঙ্গার পুত্র৷ এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ঘাতক পুত্র আসদ আলী ও তার মামা শশুর ইসলাম উদ্দিনকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে ৷ খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই আবুল খায়ের এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম রিপোর্টের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে৷ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
স্থানীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার কলেজ রোডের ভাড়াটিয়া বাসিন্দা মৃত ছোয়াব উল্লাহর ছেলে নিহত আমজদ উল্লাহর বড় ছেলে আসদ আলী ও তার সহোদর শাহেদ আলীর মধ্যে একটি টেবিল নিয়ে দু’সহোদরের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে আসদ আলী ও তার মামা শশুর ইসলাম উদ্দিন বেদড়ক ভাবে মারপিট করে৷ এ সময় তাকে বাঁচাতে জন্মদাতা পিতা আমজদ উল্লাহ এগিয়ে গিয়ে এর প্রতিবাদ করলে ঘাতক পুত্র আসদ আলী ও তার মামা শশুর ইসলাম উদ্দিন মিলে লাটি দিয়ে বেদড়ক ভাবে আঘাত করতে থাকে৷ এক পর্যায়ে জায়গাতেই আমজদ উল্লাহ মৃত্যু বরণ করেন৷ এ সময় ঘাতকরা মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ এক পর্যায়ে স্থানীয় লোকজন দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দৌড়াইয়া আটক করে৷ পরে পুলিশ আসার পর ঘাতকদের পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী ৷