মঙ্গলবার ● ১০ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা আইন শৃংখালা কমিটির সভা : ১২ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ
রাঙামাটি জেলা আইন শৃংখালা কমিটির সভা : ১২ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ
ষ্টাফ রিপোর্টার :: (২৭ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.১০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলায় সার্বিক পরিস্থিতি নিয়ে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে জেলা আইন শৃংঙ্খলা কমিটির সভা ১০ মে মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান,রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু প্রমুখ।
সভায় কাপ্তাই হ্রদে আগামী বৃহসপতিবার ১২ মে মধ্যরাত থেকে কার্যকর হতে যাওয়া মাছ শিকার ৩ মাসের জন্য বন্ধ কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের প্রতি আহবান জানান সভার সভাপতি জেলা প্রশাসক সামসুল আরেফিন।
এই কাজে আইন শৃংঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর সদস্যদের নিয়োজিত রাখার কথা জানানো হয়।
এছাড়া রাঙামাটি জেলার সার্বিক আইন শৃংঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করা হয়।
আসন্ন রাঙামাটি জেলার ১০টি উপজেলার ৪৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করা হবে।