মঙ্গলবার ● ১০ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১
আলীকদমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২৭ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ) আগামী ৪ জুন ৬ষ্ঠ দফায় অনুষ্ঠিতব্য স্থানীয় সরকারের বিভাগের সর্ববৃহত্ সংগঠন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নে মনোনয়ন পত্র জমা শেষ হয়েছে৷ এতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে চার ইউনিয়নে ৪ এবং বিএনপি থেকে ৪টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে ৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে৷ এছাড়াও জাতীয় পার্টি থেকে ১ জনসংহতি সমিতি (পিসিজেএসএস) থেকে ২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১১ জনসহ মোট চারটি ইউনিয়নে ৪ পদের বিপরীতে ২১ মনোনয়ন পত্র জমা দিয়েছেন
১০ মে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ হয়৷ অন্যদিকে সাধারণ সদস্য পদে চার ইউনিয়নে ৩৬ পদের বিপরীতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন করেছে ১৫৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ টি পদের বিপরীতে মনোনয়ন পত্র জমা করেছেন ৪৩ জন৷ সর্বমোট ২২০ জন্য বিভিন্ন পদে মনোনয়ন পত্র জমা করেছেন৷
চার ইউনিয়নের জন্য আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিক নিয়ে যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন, ১নং আলীকদম সদর ইউনিয়নে মোঃ জামাল উদ্দীন, ২নং চৈক্ষং ইউনিয়নে ফেরদৌসুর রহমান, ৩নং নয়া পাড়া ইউনিয়নে ফোগ্য মারমা ও ৪নং কুরুকপাতা ইউনিয়নে ক্রাত প্রুং ম্রো৷ অন্যদিকে বিএনপি চার ইউনিয়ন থেকে তিন ইউনিয়নে যারা বিএনপি থেকে ধানে শীষ প্রতীক নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছে তারা হলেন, ১নং আলীকদম সদর ইউনিয়নে মোঃ ইউনুছ মিয়া, ২নং চৈক্ষং ইউনিয়নে মোঃ জয়নাল আবেদীন এবং ৩নং নয়াপাড়া ইউনিয়নে মোঃ জুলফিকার আলী ভুট্টো৷ এছাড়াও সদর ইউনিয়নে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মাওঃ নেজাম উদ্দিন৷
এদিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ১নং সদর ইউনিয়নে মনোনয়ন ফরম জমা দিয়েছে সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন৷ ২নং চৈক্ষং ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ইঞ্জিনিয়ার মিজবাহ উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রুথোয়াই মারমা ও প্যানেল চেয়ারম্যান শফিউল আলম৷ অপরদিকে ১ ও ২ নং ইউনিয়নে বিএনপি’র কোন বিদ্রোহী প্রার্থী না থাকলেও ৩নং নয়াপাড়া ইউনিয়নে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মনু৷
এছাড়া চারটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা মনোনয়ন পত্র জমা দিযেছেন তারা হলেন, রবিদয় তঞ্চঙ্গ্যা প্রু, রেংকয় ম্রো, চাকনাউ ম্রো, পাইদু ম্রো, উলয়াই ম্রো, চাহ্লা মং মারমা (পিসিজেএসএস) ও ময়েথোয়াই মারমা (পিসিজেএসএস)৷