মঙ্গলবার ● ১০ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চাকুরী নেয়ার সময় তথ্য গোপনের দায়ে অভিযুক্ত মাটিরাঙ্গার মালেক মাষ্টার
চাকুরী নেয়ার সময় তথ্য গোপনের দায়ে অভিযুক্ত মাটিরাঙ্গার মালেক মাষ্টার
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৭ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪০মিঃ) খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মালেকের বিরুদ্ধে চাকুরি নেয়ার সময় তার নিজের তথ্য গোপন করাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের খবর পাওয়া গেছে৷
সুত্রে জানা গেছে,মাটিরাঙ্গা উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগীদের অভিযোগের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর এ বিষযে এক সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেছে ৷ ৮ মে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেবনাথকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে৷ আগামীকাল ১১ মে বুধবার সকাল ১০টায় মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই বিষয়ে তদন্ত কর্মকর্তা তদন্ত করতে যাওয়ার কথা রয়েছে৷ তবে তদন্তকালীন সময়ে স্কুল পরিচালনা কমিটিসহ অন্য কোন ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা আছে কিনা তা জানা যায়নি৷