বুধবার ● ১১ মে ২০১৬
প্রথম পাতা » পাবনা » পাবনার সাঁথিয়ায় নিজামীর দাফন সম্পন্ন জানাযায় মানুষের ঢল
পাবনার সাঁথিয়ায় নিজামীর দাফন সম্পন্ন জানাযায় মানুষের ঢল
আবু ইসহাক,সাঁথিয়া :: (২৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ১০.২০মিঃ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর কার্যকর হবার পর বুধবার রাতদেড়টার দিকে তার লাশ বাহী গাড়ী বহর সাঁথিয়ার মনমথপুর গ্রামের উদ্দেশে রওনা হয়৷ সকাল ৬ টা ৩০ মিনিটে নিজামীর নিজ বাড়ি মনমথপুরে মরদেহ আসলে তার পরিবারের সদস্যদের একনজর দেখার সুযোগ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে৷ তার মরদেহ আত্বীয় স্বজনের নিকট পৌঁছালে তারা শোকে কাতর হয়ে পড়েন৷ সকাল ৭ টার সময় মনমথপুর কবর স্থানের পূর্ব পাশের মাঠে নিজামীর ছেলে ব্যারিষ্টার নাজিম মোমিন জানাযায় ইমামতি করেন৷ জানাযা নামাজে মানুষের ঢর নামে৷ জানাযার নামাজে শরীক হবার জন্য মঙ্গলবার সকাল থেকে মনমথপুর গ্রামে নিকট আত্বীয় স্বজন ও দলীয় নেতা কর্মীরা অবস্থান গ্রহণ করেন৷ জানাযার পূর্ব মুহুর্তে দলীয় নেতা কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়ে৷ জানাযা শেষে ৭.৩০ মিনিটে মনমথপুর কবর স্থানে তার বাবা লুত্ফর রহমান খান ও মা মমেনা খাতুন ময়নার কবরের পাশে মাওলানা মতিউর রহমান নিজামীর দাফন সম্পন্ন করা হয়৷
নিজামীর দাফনকে কেন্দ্র করে তার গ্রাম ও আশ পাশের এলাকায় নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখা হয়৷ এলাকায় পুলিশ বাহিনীর সাথে র্যাব বিজিবি মোতায়ন রাখা হয়েছে৷ দাফন শেষে সকাল ১১ টায় মসজিদের মাইকে গায়েবানা জানাযার ঘোষনা দেওয়া হলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ মনমথ পুর গ্রামের দিকে ছুটছে৷