বুধবার ● ১১ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সনাক ও টিআইবি’র উদ্যোগে মা সমাবেশ
রাঙামাটিতে সনাক ও টিআইবি’র উদ্যোগে মা সমাবেশ
সংবাদ বিজ্ঞপ্তি :: ১০ মে ২০১৬ তারিখ মঙ্গলবার বিদ্যালয়ে শিক্ষা সেবার মান উন্নয়ন, ছাত্র ছাত্রীদের পড়ালেখার ক্ষেত্রে মা দের অধিকতর সচেতনতা সৃষ্টি, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধ এবং বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে মা দের সক্রিয় অংশগ্রহণ এর উদ্দেশ্যকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)’র এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে রাঙামাটি সদর উপজেলার ঝগড়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে ৷
এতে রাঙামাটি সনাকের সহ সভাপতি অমেলেন্দু হাওলাদার’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, সনাক সদস্য মোহাম্মদ আলী , স্কুল পরিচালনা কমিটির সভাপতি রতন কুমার তঞ্চঙ্গা, স্কুলের প্রধান শিক্ষক ইন্দিরা চাকমা ও বিদ্যালয়েঅভিভাবক সদস্য গোপাল তঞ্চঙ্গা ৷
মা সমাবেশে বক্তারা বলেন, মা হলো একটি সন্তানের মূল শিক্ষক ৷ মা সন্তানকে প্রথম শিক্ষা দান করে থাকে ৷ একটি সন্তানের জীবনে মায়ের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না ৷ একজন মা পারে সন্তানকে সঠিক ভাবে গড়ে তুলতে ৷
বক্তারা আরো বলেন, সন্তান প্রতিদিন স্কুলে যাচ্ছে কি না সেদিকে মাদেরকে লক্ষ রাখতে হবে ৷ সন্তানের ভবিষত্ সুন্দর ভাবে গড়ে তুলতে মা দের ভূমিকা রয়েছে ৷ বক্তারা আরো বলেন, একজন শিক্ষার্থীর জন্য তিনটি জিনিস খুব প্রয়োজন যা হলো শিক্ষা প্রতিষ্ঠান, অবিভাবক ও শিক্ষা উপকরণ ৷
সমাবেশে আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যেপুরস্কার বিতরণ করা হয় ৷