বুধবার ● ১১ মে ২০১৬
প্রথম পাতা » জাতীয় » এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে সমীপ ও সহন
এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে সমীপ ও সহন
ঢাকা প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ১.২০মিঃ) জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি,বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র প্রধান উপদেষ্টা, ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল এ্যালায়েন্স (ইনপা)’র প্রেসিডেন্ট ও স্কিল100 ডটকম এর প্রধান নির্বাহী তরুন প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ এর জ্যেষ্ঠ ও মেজো ছেলেদ্বয় যথাক্রমে সোহম সনজানন সমীপ ও সোহম মুনাসিব সহন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজী ভার্সনে সব বিষয়ে A+ সহ গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। ইতোপূ্র্বে তারা দু’জনেই জাতীয় গণিত অলিম্পিয়াড ও স্পেলিং বি সহ বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিল।
তারা দুজনেই পড়াশোনার পাশাপাশি এন্ড্রয়েড ডেভেলপার হিসেবেও কাজ করছে।
সকলের কাছে সোহম পরিবার দোয়া প্রার্থী।