বুধবার ● ১১ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়ায় জেলা তথ্য অফিসের আলোচনা সভা
বেতবুনিয়ায় জেলা তথ্য অফিসের আলোচনা সভা
কাউখালী প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৯মিঃ) সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরন এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরনের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় রাঙামাটি জেলা তথ্য অফিস কর্তৃকএক আলোচনা সভা,সংগীত অনুষ্ঠান এবং চলচ্ছিত্র প্রদর্শনী ১১ মে বুধবার সকাল ১০টায় বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ৷
কাউখালী উপজেলার বেতবুনিয়া মডেল ইউনিয়নে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ১ নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামশুদ্দোহা চৌধুরী৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা)৷ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম, রাঙামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ সারোয়ার আলম, বিআরডিবি জেলার উপ-পরিচালক মোঃ মাহফুজুর রহমান, জেলা তথ্য অফিসার কৃপাময় চাকমা৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের প্রধান সহকারী অমিয় চাকমা ও মোঃ দেলোওয়ার হোসেন৷ আলোচনা সভা শেষে রাঙামাটি বেতারের শিল্পীদের পরিবেশনায় সংগীত ও বর্তমান সরকারের উন্নয়নের উপর চলচিত্র প্রদর্শন করা হয়৷