শনিবার ● ১০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম » পার্বত্য চট্টগ্রামকে অবশ্য উন্নত করতে হবে : সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রামকে অবশ্য উন্নত করতে হবে : সন্তু লারমা
চট্টগ্রাম প্রতিনিধি :: শোষিত মানুষের জন্য সারা জীবন লড়াই করেছি। আজীবন তাদের সাথে থাকব বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্রবোধিপ্রিয় (সন্তু) লারমা।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে পিসিজেএসএস (সন্তু গ্রুপ) সমর্থীত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ আয়োজিত নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় পাহাড়ি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পাহাড়ি শিক্ষার্থীদের আত্মকেন্দ্রীকতা দূর করে নিজেদের অভিষ্ট লক্ষ্যে যেতে হবে। ছাত্র জীবন হচ্ছে রাজনীতি করার উপযুক্ত সময় জানিয়ে তিনি শান্তি চুক্তি পূনর্বাস্তবায়নের দাবির জন্য পাহাড়ি শিক্ষার্থীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অনিল মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ আজগর আলী চৌধুরী, আইন অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল ফারুক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা, সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী, সহকারী প্রক্টর লিটন কুমার মিত্র, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক বসু মিত্র চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি শরৎজ্যোতি চাকমা ও পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।
এসময় বক্তারা বলেন, গোটা বাংলাদেশের উন্নতি করতে হলে পার্বত্য চট্টগ্রামকে অবশ্য উন্নত করতে হবে, তাই এক্ষেত্রে পার্বত্য শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়ন করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পাহাড়ি শিক্ষার্থীরা একদিন পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশের সম্পদে পরিণত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চবি শাখার সাধারণ সম্পাদক রিটিশ চাকমা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চবি পাহাড়ি শিক্ষার্থী ও পিসিজেএসএস’র গিরিসুর শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আপলোড : ১০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.১৮ মিঃ