বুধবার ● ১১ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » নলডাঙ্গা ভূষণ স্কুল জাতীয়করণে ঝিনাইদহে উত্সব
নলডাঙ্গা ভূষণ স্কুল জাতীয়করণে ঝিনাইদহে উত্সব
ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহ জেলার কালীগঞ্জের ১৩৪ বছরের পুরাতন ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেয়া হয়েছে৷ ১১ মে মঙ্গলবার দুপুরে এই সংক্রান্ত চিঠিটি বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পৌঁছায়৷ চিঠি হাতে পাওয়ার পর স্কুলের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা শহরে আনন্দ মিছিল বের করে৷ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারও মিছিলে অংশ নেন ৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, জাতীয়করণের এক আদেশে গত ৯ মে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সালমা জাহান৷ চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে৷ বিদ্যালয়টি ১৮৮২ সালে স্থাপিত হয়৷ বর্তমানে বিদ্যালয়টিতে ৪৬ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন৷ এছাড়া শিক্ষার্থী আছে প্রায় ১ হাজার ৩০০ জন৷ প্রধান শিক্ষক তোতা স্কুলটি জাতীয়করন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান৷ তিনি আরও বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়করনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার৷
উলেস্নখ্য, রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় ছিলেন বর্তমান ঝিনাইদহ জেলার কুমড়াবাড়িয়া গ্রামের গুরুগোবিন্দ ঘোষালের কনিষ্ট ছেলে৷ তিনি ১৮৭৯ সালে পূর্ণ জমিদারী ভার গ্রহণ করেন এবং রাজা বাহাদুর উপাধিতে ভূষিত হন৷ সে সময় তিনি শিক্ষার প্রতি অনুরাগী হয়ে পিতা-মাতার নামে ইন্দুভূষণ ও মধূমতি বৃত্তি চালু করেন যা তখনকার সময়ে এক বিরল ঘটনা ছিল৷ তিনিই ১৮৮২সালে রাজবাড়ির নিকট আজকের নলডাঙ্গা ভূষণ হাইস্কুলটি প্রতিষ্ঠা করেন৷