বুধবার ● ১১ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬০৪ জন
শৈলকুপায় ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬০৪ জন
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৫৫মিঃ) আসন্ন ইউপি নির্বাচনের ৬ষ্ঠ ধাপে ঝিনাইদহের শৈলকুপায় মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬০৪ জন৷ এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৩ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১৩১ ও সাধারণ ওয়ার্ডে ৪২০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ ১৪টি ইউনিয়নে রাজনৈতিক দল ভিত্তিক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের ১৪ জন, বিএনপির ১৪জন, জাতীয় পার্টির ১জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ২ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১জন ও স্বতন্ত্র প্রার্থী ২১জন৷
১৪টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ত্রিবেনী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১০জন ও সাধারণ সদস্য ৩৮জন, মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৮জন ও সাধারণ ওয়ার্ডে ৩০জন, দিগনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১১জন ও সাধারণ ওয়ার্ডে ৩২ জন, কাঁচেরকোল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৯ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৯ জন, সারুটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৮জন ও সাধারণ ওয়ার্ডে ২২জন, হাকিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত ওয়ার্ডে ৭জন ও সাধারণ ওয়ার্ডে ৩৩জন, ধলহরাচন্দ্র ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত ওয়ার্ডে ৯জন ও সাধারণ ওয়ার্ডে ৩৩জন, মনোহরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৬জন ও সাধারণ ওয়ার্ডে ১৯ জন, বগুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১১জন ও সাধারণ ওয়ার্ডে ৩০জন, আবাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৯জন ও সাধারণ ওয়ার্ডে ৩০জন, নিত্যানন্দনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত ওয়ার্ডে ১৫জন ও সাধারণ ওয়ার্ডে ২৮জন, উমেদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৭জন ও সাধারণ ওয়ার্ডে ২৪জন, দুধসর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৯জন, সাধারণ ওয়ার্ডে ২৩ জন ও ফুলহরি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১২জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন৷
উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান জানান, ১৪টি ইউনিয়নের মধ্যে বিনা প্রতিন্দ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ৬ জন৷ নির্বাচিতরা হলেন, হাকিমপুর ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য, সারুটিয়া ইউনিয়নের ৪ নং সাধারণ ওয়ার্ডের সদস্য, মনোহরপুর ইউনিয়নের ৪,৬ ও ৭ নং সাধারণ ওয়ার্ডের সদস্য এবং উমেদপুর ইউনিয়নের ৬ নং সাধারণ ওয়ার্ডের সদস্য৷ এছাড়া যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ত্রিবেনী, সারুটিয়া, ধলহরাচন্দ্র, বগুড়া, উমেদপুর, ফুলহরি ও নিত্যানন্দনপুর (আংশিক) ইউনিয়নের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে৷