বৃহস্পতিবার ● ১২ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে আওয়ামী লীগের আলোচনা সভা
বিশ্বনাথে আওয়ামী লীগের আলোচনা সভা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ২.০০মিঃ) সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম’র ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ আলোচনা সভায় বক্তারা বলেছেন, শামীম ভাইয়ের শূন্যস্থান পূরণ হওয়ার নয়৷ সত্যিকার অর্থের একজন উচুঁ মাপের ও মনের অধিকার নেতা ছিলেন তিনি৷ আমরা তাঁকে সঠিকভাবে অনুসরণ করতে পারলে আমাদের রাজনৈতিক জীবনেও অনেক পরিবর্তন আনতে পারব৷ মুখে না বলে বাস্তবে শামীম ভাইয়ের আদর্শ অনুসরণ করলে সমাজের পরিবর্তন আনা সম্ভব হবে৷ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নিজের দায়িত্ব পালন করতে হবে৷
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইটের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বন ও পরিবেশ সম্পাদক ফজলু মিয়া, ত্রান ও পুনর্বাসন সম্পাদক রুনু কান্ত দে, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম সুফী, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শীতল বৈদ্য, ছাত্রলীগ নেতা সায়েদ আহমদ, উপজেলা প্রজন্ম লীগের আহবায়ক তোফায়েল আহমদ৷
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল জলিল জালাল, পরমান খান, আবদুল মতিন, আখদ্দছ আলী, আহমদ আলী, জোনাব আলী, মুক্তার আহমদ, শাখাওয়াত হোসেন, তাহির মিয়া, দেওকলস ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান মিনু, সাধারণ সম্পাদক সঞ্চিত আচার্য্য, যুবলীগ নেতা তৈমুছ আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক বদরুল ইসলাম মহসিন প্রমুখ’সহ নেতৃবৃন্দ৷