বৃহস্পতিবার ● ১২ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইাদহে সরকারী চাকুরী জীবির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ
ঝিনাইাদহে সরকারী চাকুরী জীবির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৪০মিঃ) ঝিনাইদহের শৈলকুপায় আসন্ন ইউপি নির্বাচনে যুব উন্নয়ন অধিদপ্তরের এক সরকারী চাকুরীজীবির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে৷ অভিযুক্ত ব্যক্তি এ,কে,এম জহুরুল হক (লিটন) শৈলকুপা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং হাকিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিলের ছেলে৷
তার বিরুদ্ধে রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন হাকিমপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদু্জ্জামান৷
লিখিত অভিযোগে বলা হয়েছে, শৈলকুপা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এ,কে,এম জহুরুল হক (লিটন) হাকিমপুর ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে মিছিল ও শো-ডাউন করে এবং প্রচারণা চালায়৷ যা কিনা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের আওতায় পড়ে৷
নির্বাচনী আচরণ বিধিমালার ১১ (২) ধারায় বলা হয়েছে নির্বাচন পূর্ব সময় কোন প্রকার মিছিল বা কোন শো-ডাউন করা যাবে না৷ এছাড়াও নির্বাচন আচরণ বিধিমালার ২২ (১) ধারায় বলা হয়েছে সরকারী সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোন সরকারী কর্মকর্তা-কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারিবেন না৷
অথচ নির্বাচন আচরণ বিধিমালায় সুস্পষ্ট ভাবে উল্লেখ থাকা সত্বেও ১১মে বুধবার দুপুরে ওই সরকারী চাকুরিজীবি এ,কে,এম জহুরুল হক (লিটন) হাকিমপুর ইউনিয়নে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেন৷ তিনি মিছিল ও শো-ডাউন শেষে নির্বাচনী সভায় অংশগ্রহণ করে বিধিমালার দুটি আইন লঙ্ঘন করায় তার বিরুদ্ধে লিখিত এ অভিযোগ দায়ের করেছেন হাকিমপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুজ্জামান৷
লিখিত এ অভিযোগের অনুলিপি ও ঘটনার সত্যতা যাচাইয়ের স্বার্থে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকরাকালীন ফটো সংযুক্ত করে সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা-পরিচালক, জেলা প্রশাসক, ঝিনাইদহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শৈলকুপা, জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে৷
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান জানান,
তার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে৷ হাকিমপুর ইউনিয়নের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তাও একই কথা বলেছেন৷