বৃহস্পতিবার ● ১২ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিকাশ প্রতারকচক্রের এক সদস্য আটক
গাজীপুরে বিকাশ প্রতারকচক্রের এক সদস্য আটক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০৩মিঃ) বিকাশের মাধ্যমে প্রতারণার দায়ে জহিরুল ইসলাম (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ৷ গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ১১ মে বুধবার দুপুরে জহিরুলকে আটক করা হয়৷
আটক জহিরুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গা থানার পাতরাইল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে৷
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাজ্জাজ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, বিকাশের মাধ্যমে কোনো গ্রাহকের অ্যাকাউন্টে টাকা যাওয়ার সাথে সাথে হ্যাক করে ওই টাকা হাতিয়ে নেয় চক্রটি৷ সংঘবদ্ধ ওই চক্রের বিশাল গ্রুপের সদস্য এই জহিরুল ইসলাম৷ চান্দনা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয় তাকে৷ এ সময় নগদ ৫০ হাজার টাকা ও একটি ডায়েরি জব্দ করা হয়৷ পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভুরুলিয়ায় তার ভাড়া বাড়ি থেকে অর্ধশতাধিক মোবাইল সিম কার্ড ও ৪ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়৷ শিগগিরই এ চক্রের হোতাদেরও আটক করা সম্ভব হবে৷