বৃহস্পতিবার ● ১২ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » দাফনের ৫ মাস ১০দিন পর কবর থেকে লাশ উত্তোলন
দাফনের ৫ মাস ১০দিন পর কবর থেকে লাশ উত্তোলন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.১৭মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় বন্ধুকে নিয়ে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দাফনের ৫ মাস ১০ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে৷
১১ মে বুধবার দুপুরে নিহত গৃহবধুর বাবার বাড়ী আশুলিয়ার কোনাপাড়া এলাকার থেকে এ লাশ উত্তোলন করেন পুলিশ ব্যুরো অব ইনবেস্টিকেশন (পিবিআই) গাজীপুরের একটি দল৷ এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ফায়াদ পারভেজ বসুনিয়া উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ নভেম্বর রবিবার উপজেলার বরিয়াবহ এলাকা থেকে থানা পুলিশ রতনা বেগম (২৬) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে৷ এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়৷ রতনা বেগম (২৬) বরিয়াবহ এলাকার আবুল হাসেমের স্ত্রী৷ নিহতের হৃবিয়া আক্তার (০৬) ও জান্নাতুল আক্তার (৫ মাস) নামে ২টি কন্যা সন্তান রয়েছে৷
ঘটনাটি সন্দেহ হলে নিহত রতনার বাবা আশুলিয়া থানার কোনাপাড়া এলাকার আকবর হোসেন বাদী হয়ে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারী গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন৷ আদালত পুলিশ ব্যুারো অব ইনবেস্টিকেশন (পিবিআই) গাজীপুর মামলা তদন্তে দায়িত্ব দেয়৷
পুলিশ ২০১৬ সালের ১৫ মার্চ আবুল হাসেমকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড আবেদন করে৷ পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে৷ পুলিশ রিমান্ড শেষে আদালতে হাজির করলে ১৬৪ ধারা গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারিক আদালতে স্বীকারুক্তি মুলক জবানবন্দী দেন নিহতের স্বামী আবুল হাসেম৷ আবুল হাসেম ২০১৬ সালের ২৮ নভেম্বর রাত ৩ টার দিকে তার বন্ধু রিপনকে সাথে নিয়ে গলায় রশ্মি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে৷ স্বীকারুক্তি অনুযায়ী পুলিশ রিপনকে পুলিশ গ্রেফতার করে৷ রিপন উপজেলার বরিয়াবহ এলাকার রফিক ড্রাইভারের ছেলে৷
পুলিশ ব্যুরো অব ইনবেস্টিকেশন (পিবিআই) গাজীপুরের ইন্সপেক্টর মোঃ হাফিজুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, নিহতের স্বামী আদালতে হত্যার স্বীকারুক্তি মুলক জবান বন্ধী দেয়ার পর লাশ পূণঃ ময়না তদন্তের আবেদন করলে আদালতের আদেশে বুধবার লাশ কবর থেকে উত্তোলন করে ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷