শুক্রবার ● ১৩ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
বিশ্বনাথে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ২.০০মিঃ) সিলেটের বিশ্বনাথে কন্যা সস্তানের ভরণ পোষনের দাবি নিয়ে স্বামীর বাড়ি যাওয়ায় এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে৷ নির্যাতিত ওই গৃহবধূ উপজেলার দেওকলস ইউনিয়নের পুরান সত্পুর গ্রামের মৃত মাতাব আলীর মেয়ে সুবেদা আক্তার (২৭)৷ ঘটনাটি ঘটেছে ১২ মে বৃহস্পতিবার বিকেলে একই গ্রামে তার স্বামীর বাড়িতে৷ খবর পেয়ে সন্ধ্যায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীর বাড়ির রাস্তা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিত্সার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে৷ এঘটনায় গৃহবধু বাদি হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানাগেছে৷
জানাযায়, ২০১৪সালের ২৫ডিসেম্বর একই গ্রামের ডাঃ শফিকুর রহমান’র পুত্র সিদ্দিকুর রহমান মিলন (৩৫)এর সঙ্গে প্রেমের সম্পর্কে ৩ লাখ টাকা দেন মোহরে বিয়ে হয় সুবেদা আক্তারের৷ বিয়েতে ছেলের পরিবারের লোকজন রাজি না থাকায় সুবেদা বেগম পিত্রালয়ে বসবাস করে আসছে৷ বিয়ের পর তাদের সংসারে সোহাগী আক্তার মীম নামের এক কন্যা সন্তান জন্ম নেয়৷ তার বয়স ৭মাস৷ অবশেষে গত ১৫এপ্রিল সিদ্দিকুর রহমান মিলন নোটারী পাবলিকের মাধ্যমে স্ত্রী সুবেদা আক্তার’কে তালাক সংক্রান্ত হলফনামা পাঠিয়ে দেন৷ কিন্তু তার দেন মোহর দেয়া হয়নি৷ এছাড়া একই তারিখে গ্রামের আব্দুল হান্নানের মেয়ে সালমা বেগমকে সিদ্দিকুর রহমান মিলন দ্বিতীয় বিয়ে করে ঘরে তুলে নেয়৷ এতে তার প্রথম স্ত্রী সুবেদা আক্তার বাঁধা হয়ে দাড়ায়৷ স্থানীয় লোকজনের মাধ্যমে বরণ পোশনের জন্য প্রতিমাসে ৪হাজার টাকা দেয়ার জন্য শিশু কন্যার পিতা মিলনকে দায়িত্ব দেয়া হয়৷ বৃহস্পতিবার কন্যা সনত্মানের বরণ পোশনের প্রথম মাসের ৪হাজার টাকার দাবি নিয়ে স্বামীর ঘরে গেলে ওই গৃহবধূকে নির্যাতন করেন পরিবারের লোকজন৷ এমন অভিযোগ করেন গৃহবধূ সুবেদা আক্তার৷
এব্যাপারে সুবেদার আক্তারের স্বামী সিদ্দিকুর রহমান মিলন বলেন, নোটারী পাবলিকের মাধ্যমে তালাক সংক্রান্ত হলফনামা পাঠিয়ে দিলে এর কোনো জবাব দেয়নি স্ত্রী সুবেদা আক্তার৷ তাই তিনি দেন মোহরের টাকাও দিতে পারছেন না৷ নির্যাতনের বিষয়টি সঠিক নয় বলে তিনি দাবি করেন৷