শুক্রবার ● ১৩ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৪মিঃ) গাজীপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুভাই নিহত হয়েছে৷ প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বাসে অগ্নিসংযোগ এবং মহাসড়ক অবরোধ করে রাখে৷
১৩ মে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনাটি ঘটে৷
নিহতরা হলেন- ইকবাল হোসেন (২৫) ও তার ছোট ভাই এশফাক হোসেন (১১)৷ তাদের বাবার নাম মাইদুল ইসলাম৷ বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পলাশহাটি এলাকায়৷ তারা ঢাকার উত্তরখান থানা এলাকায় বসবাস করতেন৷ এশফাক স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র এবং ইকবাল মোটর মেকানিক ছিল বলে জানিয়েছেন জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেন৷
পুলিশ ও স্থানীয়রা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রম্নতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাজীপুরগামী একটি বিআরটিসি বাসের পেছনে ধাক্কা দেয়৷ এতে মোটরসাইকেলসহ চালক ইকবাল এবং আরোহী তার ছোট ভাই এশফাক রাস্তায় ছিটকে পড়ে৷ এ সময় এশফাক ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠালে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন৷
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা ওই বাসে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে৷ খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়৷
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ হাসিবুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, খবর পেয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়৷ আগুনে বাসের সিটসহ অধিকাংশ পুড়ে গেছে৷
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, সড়ক দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধ করে৷ তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ২৫ মিনিট পর যানবাহন চলাচল শুরু হয়৷